শনিবার, ১০ মে ২০২৫, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে রক্তদাতাদের বার্ষিক মিলনমেলা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন অঙ্গন পাঠান চাঁপাইনবাবগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল তানোরে মাদক ও বাল্যবিবাহ বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চাঁপাইনবাবগঞ্জে দোয়া ও ইফতার মাহফিল চাঁপাইনবাবগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার বিতরণ গভীর রাতে পুড়ে ছাই আড়াইশ হাঁশ-মুরগিসহ দোকান চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে দোয়া ও ইফতার মাহফিল প্রকাশিত সংবাদের প্রতিবাদ তানোরে কারিগরি দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহী অঞ্চলে ২৯৪ কারারক্ষী বদলি

প্রথম পাতা
প্রকাশিতঃ শনিবার, ১০ মে ২০২৫, ০৩:৫৪ পূর্বাহ্ন

রাজশাহী অঞ্চলের কারাগারগুলো থেকে ২৯৪ কারারক্ষীকে বদলি করা হয়েছে। বদলির তালিকায় নারী-পুরুষ সবাই আছেন। গত তিন মাসে পর্যায়ক্রমে তাঁদের বদলি করা হয়। বিভাগের আট জেলার কারাগারগুলোর মধ্যে এ বদলি করা হয়।

রাজশাহীর ডিআইজি প্রিজন কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বদলি একটি নিয়মিত কাজ। বিভিন্ন কারণে বদলি করা হয়েছে। যাঁরা দীর্ঘদিন ধরে একই কারাগারে আছেন, বিশেষ করে তাঁদের বদলির বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে।

এ ধারা অব্যাহত থাকবে।কারাসূত্র জানান, দীর্ঘদিন একই কারাগারে থেকে বন্দিদের নিয়ে সিন্ডিকেট গড়ে তুলেছিলেন কেউ কেউ। এ নিয়ে গণমাধ্যমে সংবাদও প্রকাশ হয়। এর পরই এমন বদলির সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

কারারক্ষীদের এক জেলা থেকে অন্য জেলায় বদলি করা হয়েছে।ডিআইজি প্রিজন কামাল হোসেন জানান, কারাগার ঘিরে যাতে সিন্ডিকেট গড়ে উঠতে না পারে সেজন্য এমন বদলির সিদ্ধান্ত। কারাগারের নিরাপত্তাব্যবস্থা ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

বিডিদিন/জা/০৯


আরো পড়ুন

মন্তব্য