মুদ্রণের সময়ঃ মে ১০, ২০২৫, ৫:১৩ এ.এম || প্রকাশের সময়ঃ ডিসেম্বর ৪, ২০২৪, ৯:০০ পি.এম
রাজশাহী অঞ্চলে ২৯৪ কারারক্ষী বদলি
রাজশাহী অঞ্চলের কারাগারগুলো থেকে ২৯৪ কারারক্ষীকে বদলি করা হয়েছে। বদলির তালিকায় নারী-পুরুষ সবাই আছেন। গত তিন মাসে পর্যায়ক্রমে তাঁদের বদলি করা হয়। বিভাগের আট জেলার কারাগারগুলোর মধ্যে এ বদলি করা হয়।
রাজশাহীর ডিআইজি প্রিজন কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বদলি একটি নিয়মিত কাজ। বিভিন্ন কারণে বদলি করা হয়েছে। যাঁরা দীর্ঘদিন ধরে একই কারাগারে আছেন, বিশেষ করে তাঁদের বদলির বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে।
এ ধারা অব্যাহত থাকবে।কারাসূত্র জানান, দীর্ঘদিন একই কারাগারে থেকে বন্দিদের নিয়ে সিন্ডিকেট গড়ে তুলেছিলেন কেউ কেউ। এ নিয়ে গণমাধ্যমে সংবাদও প্রকাশ হয়। এর পরই এমন বদলির সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
কারারক্ষীদের এক জেলা থেকে অন্য জেলায় বদলি করা হয়েছে।ডিআইজি প্রিজন কামাল হোসেন জানান, কারাগার ঘিরে যাতে সিন্ডিকেট গড়ে উঠতে না পারে সেজন্য এমন বদলির সিদ্ধান্ত। কারাগারের নিরাপত্তাব্যবস্থা ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
বিডিদিন/জা/০৯
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক প্রথমপাতা