সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
রাজশাহীতে কর্তব্যরত পুলিশ কর্মকর্তার মৃত্যু পথ শিশুদের নিয়ে “আলোকিত ভবিষ্যৎ”  চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মোহনপুর থানা পুলিশ সাথে গ্রাম পুলিশদের মতবিনিময় সভা অনুষ্ঠিত সঞ্জয় কুমারকে সভাপতি ও রবিউলকে সাধারণ সম্পাদক করে রাবিতে MBXT এর যাত্রা শুরু চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে বার্ষিক ক্রীয়া ও পুরস্কার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান অপরিকল্পিত বালু উত্তোলনে হুমকিতে আড়াইশ কোটি টাকার রাবার ড্যাম-ফসলী জমি চাঁপাই ফাউন্ডেশন বাংলাদেশের শীতবস্ত্র বিতরণ চাঁপাইনবাবগঞ্জ বিএনপি‍‍`র কর্মী সম্মেলন অনুষ্ঠিত

পুঠিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থীর প্রচারকারী ভ্যানচালককে মারধর করায় মামলা 

Sowed Mahamud
প্রকাশিতঃ সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৪৪ অপরাহ্ন
ভ্যানচালককে মারধর

মোঃ আরিফুল হক (রুবেল) পুঠিয়া (রাজশাহী): রাজশাহীর পুঠিয়া সদর ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আশরাফ খাঁন ঝন্টুর প্রচারকারী ভ্যানচালক সবুজ আলী (৩০) কে মারধরের অভিযোগে শুক্রবার থানায় মামলা করা হয়েছে।

মামলার আসামিরা হলো প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম জুয়েলের সমর্থক খলিফা পাড়ার মৃত বাক্কারের ছেলে সান (২৫) ও মৃত শের মোহাম্মদের ছেলে সম্রাট (২০) এবং কৃষ্ণপুরের মৃত শাহাবুদ্দিনের ছেলে শাকিল (২৩)।

মামলা সূত্রে প্রকাশ, সবুজ আলী তার ভ্যানযোগে আশরাফ খান ঝন্টুর ঘোড়া প্রতীকের প্রচার করতে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে খলিফা পাড়ায় গেলে আসামিরা সহ ৭/৮ জন তার গতিরোধ করে একটি মাইক ও মাইকের ব্যাটারি ভাঙচুর করে পাশের পুকুরে ফেলে দেয়। সে বাধা দিলে তাকে কিল-ঘুষিসহ লাঠি দিয়ে পেটানো হয়। একপর্যায়ে তার গলায় চাকু ধরে তাকে শাসিয়ে দেওয়া হয়।বর্তমান চেয়ারম্যান আশরাফ খাঁন ঝন্টু বলেন, তার প্রচারকারীকে মারধর ও মাইক ভাঙচুর করায় আইনের আশ্রয় নেয়া হয়েছে।

আগামী রোববার পুঠিয়া সদর ইউনিয়নের নির্বাচন। গত ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে জয়ী হয়েছিলেন আশরাফ খান ঝন্টু। এবার ঘোড়া প্রতীকে লড়ছেন চেয়ারম্যান পদে। অপর প্রার্থী পুঠিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জুয়েল আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে লড়ছেন। চেয়ারম্যান পদে দু’জনেই আওয়ামীলীগের হওয়ায় বিভক্ত হয়ে পড়েছে স্থানীয় নেতাকর্মীরা।

এদিকে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান জানান, ভ্যানচালক সবুজ আলী থানায় একটি মামলা করেছে। কাউকে ছাড় দেওয়া হবে না। দু’ পক্ষের মধ্যে যাতে কোনো অঘটন না ঘটে সে জন্য পুলিশ সচেষ্ট আছে।

 

পুঠিয়ায় বাস মালিকের হুমকিতে পালিয়ে বেড়াচ্ছে সুপার ভাইজার


আরো পড়ুন

মন্তব্য