শনিবার, ১১ মে ২০২৪, ০৬:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
অপরাধে ৬ মাসেই পরিপক্ক ছাত্রলীগের নতুন কমিটি ! নেতার জন্মদিন উদযাপনে মধ্যরাতে ছাত্র হলে ছাত্রলীগ নেত্রী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভুয়া এসআই আটক রাজশাহী জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরে টেন্ডারে অনিয়মের অভিযোগ রাজশাহী বাঘায় সড়কে নিথর দেহ ,পাশেই পড়ে ছিল ফেনসিডিল রাজশাহীর ২ হাজার শিক্ষার্থী পেল বিশ্বসাহিত্য কেন্দ্রের বই পড়ার পুরস্কার রাজশাহীতে কোরবানিযোগ্য পশু সাড়ে ৪ লাখের বেশি মতিহার থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার নওগাঁর উত্তর কষ্টগাড়ী থেকে চোলাই মদসহ ০২ মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫ রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা ধীরেশ চন্দ্র মজুমদারের দাহ সম্পন্ন

পুঠিয়ায় বাস মালিকের হুমকিতে পালিয়ে বেড়াচ্ছে সুপার ভাইজার

মোঃ আরিফুল হক (রুবেল)
প্রকাশিতঃ শনিবার, ১১ মে ২০২৪, ০৬:০৮ অপরাহ্ন
মালিকের হুমকি

মোঃ আরিফুল হক (রুবেল) পুঠিয়া (রাজশাহী): রাজশাহীর পুঠিয়ায় শাকিল নামের বাস মালিকের বিরুদ্ধে সুপারভাইজারকে হুমকি দেওয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। বুধবার এই অভিযোগ করেছে ভুক্তভোগী সুপারভাইজার রাসেলের স্ত্রী শিরীন আক্তার।

শিরীন আক্তার জানান, তাদের বাড়ি ও বাস মালিকের বাড়ি পুঠিয়ার ঝলমলিয়া এলাকায় প্রায় কাছাকাছি। তার স্বামী রাসেল পুঠিয়ার ঝলমলিয়া এলাকার বাস মালিক শাকিলের তন্ময় ট্রাভেলসের সুপারভাইজার ছিল। বছরখানেক আগে তার স্বামীর বিরুদ্ধে এক লাখ টাকা চুরির অভিযোগ তোলে শাকিল। কিন্তু ঢাকা থেকে রাজশাহীতে আসা ওই পরিবহন যাত্রীদের ভাড়া বাবদ দশ/পনেরো হাজার টাকা আয় হতে পারে। এমন মিথ্যা অভিযোগে তার স্বামীকে মারধর করে হাত পা ভেঙে ফেলার হুমকি দেওয়ায় জীবন বাঁচাত সে এখন পালিয়ে বেড়াচ্ছে। একটি মেয়ে নিয়ে মানবেতর জীবন পার করছি এখন।

তিনি আরও বলেন, থানায় অভিযোগ দিয়েছি শুনে গতকাল বৃহস্পতিবার মোবাইল ফোনে তাকে গালিগালাজ ও হুমকি দিয়েছে শাকিল। আমরা তার হাত থেকে বাঁচতে চাই।অভিযোগের বিষয়ে বাস মালিক শাকিল বলেন, তাদেরকে কোনো হুমকি দেননি তিনি। রাসেলের হাত পা ভেঙে ফেলা হবে এমন কথাও কাউকে বলেননি তিনি। তবে রাসেল তার এক লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে বলে তিনি দাবি করেন।

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান জানান, একজন নারী থানায় এসে বুধবার একটি লিখিত অভিযোগ করেছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

পুঠিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থীর প্রচারকারী ভ্যানচালককে মারধর করায় মামলা


আরো পড়ুন