সোমবার, ২০ মে ২০২৪, ১২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
রাজশাহীতে মোটরসাইকেল আটকানোয় দুই পুলিশ সদস্যকে পেটালেন যুবক স্বাচিপ রাজশাহী জেলা শাখার সভাপতি ডা. জাহিদ, সম্পাদক ডা. অর্ণা জামান শিক্ষার্থীদের সঙ্গে দূর্ব্যবহার করার অভিযোগ উপ-পরীক্ষা নিয়ন্ত্রকের বিরুদ্ধে নিয়ামতপুরে উপজেলা নির্বাচন, জমে উঠেছে শেষ মূহুর্তের প্রচার-প্রচারণা সরিষাবাড়ীতে ইউপি সদস্যের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি মামুন গেপ্তার চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুজনের মৃত্যু রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে চাকরি রাজশাহীতে সিআইডি পরিচয়ে যুব অধিকার পরিষদ নেতাকে তুলে নেওয়ার অভিযোগ ‘ভারত-চীন-রাশিয়া-বেলারুশ রাজশাহীর আম নিতে আগ্রহী’ জাতীয় পাটি চারঘাট উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন

বিআরটিএ প্রতি কিলোমিটারে বাস ভাড়া ৩ পয়সা কমানোর সুপারিশ করেছে

প্রথম পাতা ডেস্ক
প্রকাশিতঃ সোমবার, ২০ মে ২০২৪, ১২:৫৫ অপরাহ্ন

  • এতে আপত্তি বাস মালিকেরা
  • ডিজেলের দাম কমার কারণে এই সুপারিশ করা হয়েছে

ডিজেলের দাম কমার কারণে বাস মালিকদের প্রতি কিলোমিটারে ৩ পয়সা ভাড়া কমানোর সুপারিশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। 

তবে, বাস মালিকরা অনুরোধে আপত্তি জানিয়ে দাবি করেছেন যে তারা ইতিমধ্যে বেশিরভাগ টিকিট বিক্রি করেছেন।

উপরন্তু, তারা বলেছেন যে ডিজেলের দাম কমলেও বাসের অন্যান্য খরচ বেড়েছে। 

তাদের দাবি, ঈদের পর শুধু তেলের দাম নয়, অন্যান্য খরচের কথা বিবেচনা করে নতুন ভাড়া সমন্বয় করতে হবে।

সোমবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় এ দাবি জানান বাস মালিকরা।

সভায় সভাপতিত্ব করেন বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ।

প্রস্তাবে বলা হয়েছে, আন্তঃনগর বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২.১৫ টাকা থেকে কমে হবে ২.১২ টাকা।

একইভাবে, সিটি বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২.৪৫ টাকা থেকে সমন্বয় করা হবে ২.৪২ টাকা।

বৈঠকে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গা বলেন, শুধু জ্বালানির দামের ওপর ভিত্তি করে বাস ভাড়া নির্ধারণ করলেই হবে না। 

“বাসের বিভিন্ন উপাদানের অতিরিক্ত খরচ হয়েছে। তদুপরি, রাস্তায় দীর্ঘ যানজটের ফলে যানবাহনগুলি দীর্ঘ সময়ের জন্য অলস থাকে, যা জ্বালানী খরচ বাড়ায়। ভাড়া নির্ধারণের সময় এই সমস্ত কারণগুলি বিবেচনায় নেওয়া দরকার,” তিনি বলেছিলেন।

তবে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির বলেন, আমাদের দাবি ৫ পয়সা ভাড়া কমানোর কারণ ৩ পয়সা তেমন একটা প্রভাব ফেলবে না।

সূত্রঃ ঢাক ট্রিবিউন 


আরো পড়ুন