শুক্রবার, ০৯ মে ২০২৫, ১১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে রক্তদাতাদের বার্ষিক মিলনমেলা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন অঙ্গন পাঠান চাঁপাইনবাবগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল তানোরে মাদক ও বাল্যবিবাহ বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চাঁপাইনবাবগঞ্জে দোয়া ও ইফতার মাহফিল চাঁপাইনবাবগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার বিতরণ গভীর রাতে পুড়ে ছাই আড়াইশ হাঁশ-মুরগিসহ দোকান চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে দোয়া ও ইফতার মাহফিল প্রকাশিত সংবাদের প্রতিবাদ তানোরে কারিগরি দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে ইকো টয়লেট পরিদর্শনে জাপানের নিষ্কাশন ও পরিবেশ এ্যাসোসিয়েশনের চেয়ারপার্সন

প্রতিবেদকঃ
প্রকাশিতঃ শুক্রবার, ০৯ মে ২০২৫, ১১:২৮ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জে ইকো টয়লেট, সেখানকার মানববর্জ্য থেকে তৈরি জৈব সার উৎপাদন ও ফসলে ব্যবহারের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেছেন জাপানের নিষ্কাশন ও পরিবেশ এ্যাসোসিয়েশনের চেয়ারপার্সন ড. আকিরা সাকাই। শুক্রবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের আমারক ও ঝিলিম ইউনিয়নের দক্ষিণ শহর গ্রামে তিনি এসব প্রকল্প পরিদর্শন করেন। এসময় তিনি ইকো টয়লেটের ব্যবহার, সেখানকার মানববর্জ্য থেকে তৈরি জৈব সার বিভিন্ন ফসলী জমিতে ব্যবহারের কার্যক্রম দেখে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। এসময় উপকারভোগী, স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের সাথে উঠান বৈঠক করেন জাপান থেকে আসা ড. আকিরা সাকাই।

উঠান বৈঠকে তিনি জানান, পরিবেশবান্ধব এই উপায়ে টয়লেটের ব্যবহার করে জৈব সার তৈরি করে ফসল উৎপাদন বাড়াতে আগামীতে কাজ করতে আগ্রহী জাপানের বিভিন্ন সংস্থা। কারন এই উপায়টি একদিকে পরিবেশবান্ধব, তেমনি অন্যদিকে সাশ্রয়ী। এতে কৃষক ও উদ্যোক্তারা লাভবান হবেন। সাথে জমির জৈব মান ও উর্বরতা বাড়বে।

এসময় আরও উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি এ্যান্ড এগ্রিকালচার ডিপার্টমেন্টের প্রফেসর ও কৃষি অনুষদের সাবেক ডিন ড. আমিনুল হক, রাজশাহী বিশব্বিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এফএম আলী হায়দার, সোসাইটি ফর পিপলস এ্যাকশন ইন চেঞ্জ এ্যান্ড ইকুইটি-স্পেস’র প্রোগ্রাম পরিচালক ড. শফিকুর রহমান, প্রজেক্ট ম্যানেজার মো. সাজাহান আলী, বালুগ্রাম আদর্শ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মো. আজিজুর রহমান, গোবরাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম টিপু, ইউপি সদস্য রাফেজ মীরসহ অন্যান্যরা।


আরো পড়ুন

মন্তব্য