শুক্রবার, ০৯ মে ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে রক্তদাতাদের বার্ষিক মিলনমেলা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন অঙ্গন পাঠান চাঁপাইনবাবগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল তানোরে মাদক ও বাল্যবিবাহ বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চাঁপাইনবাবগঞ্জে দোয়া ও ইফতার মাহফিল চাঁপাইনবাবগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার বিতরণ গভীর রাতে পুড়ে ছাই আড়াইশ হাঁশ-মুরগিসহ দোকান চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে দোয়া ও ইফতার মাহফিল প্রকাশিত সংবাদের প্রতিবাদ তানোরে কারিগরি দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠিত

সড়ক দুর্ঘটনায় আহত এখন টিভির সাংবাদিক মাসুমা আক্তারের মৃত্যু

ফিরোজ আলম
প্রকাশিতঃ শুক্রবার, ০৯ মে ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ন

ফিরোজ আলম, নিজস্ব প্রতিবেদক:

টানা চারদিনেরও বেশি সময় ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হেরে গেলেন “এখন টিভির” রাজশাহী প্রতিনিধি মাসুমা আক্তার, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে তরুণ উদীয়মান সাংবাদিক মাসুমা পৃথিবীর মায়া ত্যাগ করে বিদায় নেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার সহকর্মী “এখন টিভির” রাজশাহী ব্যুরো প্রধান রাকিবুল হাসান রাজিব।

মাসুমার গ্রামের বাড়ি নাটোরের গুরুদাসপুরের নারায়নপুরে, বাবা-মায়ের দুই সন্তানের মধ্যে একমাত্র মেয়ে তিনি। গুরুদাসপুরেই ছোট থেকে বেড়ে ওঠা তার।

গেল ১৪ ফেব্রুয়ারি কুমিল্লায় শ্বশুরবাড়িতে স্বামীসহ বেড়াতে যাচ্ছিলেন। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নূরজাহান হোটেলের উল্টোদিকে বাস থেকে নেমে সিএনজি ঠিক করার সময় দ্রুতগামী একটি বাস তাদের ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলে সিএনজি চালক ও মাসুমা আক্তার ও তার স্বামী গুরুতর আহত হন। প্রথমে কুমিল্লা সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।

চিকিৎসায় উন্নতি না হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি অচেনত ছিলেন, পরে তাকে আইসিইউতে নেওয়া হয়। কিন্তু কোনো চেষ্টায় সফল হলো না। (মঙ্গলবার) ভোর সোয়া চারটার দিকে পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি জমান মাসুমা আক্তার।

এদিকে মাসুমার অকাল মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাজশাহীর জেলা ও উপজেলার কর্মরত সাংবাদিকরা। তার মৃত্যুতে শোক প্রকাশ ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা তারা জানান।


আরো পড়ুন

মন্তব্য