শুক্রবার, ১০ মে ২০২৪, ০২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
টিএসসিসি’র বটতলায় হবে আধুনিক মুক্তমঞ্চ: রাবি উপাচার্য দেশের বিশ্ববিদ্যালয়গুলো ছাত্রলীগ দখল করে শিক্ষার্থীদের জিম্মি করেছে: রাজশাহীতে ছাত্রদল সভাপতি তাহেরপুরে গত ১বছরে দেড় ডজন মোটরসাইকেল চুরি ধরাছোঁয়ার বাহিরে চোরেরা চারঘাটে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন ভোট বর্জনের ঘোষণা প্রত্যাহার করলেন দুই চেয়ারম্যান প্রার্থী চাঁপাইনবাবগঞ্জে অবশেষ বৃষ্টি, আমচাষীদের মনে ফিরেছে স্বস্তি উপজেলা পরিষদ নির্বাচনে মাঠ জরিপে এগিয়ে মোটরসাইকেল প্রার্থী ফরিদ আহম্মেদ সরিষাবাড়ী উপজেলা নির্বাচন স্থগিত দৃষ্টিনন্দন বাতিতে আলোকিত হল রাজশাহী শহরের আরেকটি সড়ক রাজশাহীতে ওজনে অকটেন কম দেওয়ায় ফিলিং স্টেশনকে জরিমানা

জাল টাকা প্রস্তুতকারী চক্রের মূলহোতাসহ আটক ৩

প্রথম পাতা ডেস্ক
প্রকাশিতঃ শুক্রবার, ১০ মে ২০২৪, ০২:৩৭ পূর্বাহ্ন

জাল টাকা প্রস্তুতকারী চক্রের মূলহোতা আরিফ ব্যাপারীসহ তিনজনকে আটক করেছ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৩)।

বুধবার (২৭ মার্চ) রাতে শরীয়তপুর জেলার নড়িয়া থানার চরমোহনপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় জাল নোট তৈরিতে ব্যবহৃত সরঞ্জামাদিসহ বিপুল পরিমাণ জাল নোট জব্দ করা হয়। তবে বাকি আসামিদের নাম ও পরিচয় জানায়নি র‍্যাব।

র‍্যাব-৩ এর সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) মো. আরিফুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, জাল টাকা প্রস্তুতকারী চক্রের মূলহোতাসহ তিনজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর আড়াইটা দিকে রাজধানীর কারওয়ানবাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

সূত্র : বাংলা নিউজ২৪।


আরো পড়ুন