মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫৬ পূর্বাহ্ন

সি.এন.পি.আই স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

Sowed Mahamud
প্রকাশিতঃ মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫৬ পূর্বাহ্ন

সৈয়দ মাহামুদ শাওন (নিজস্ব প্রতিবেদক): চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট সি.এন.পি.আই স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।রবিবার (২৬জানুয়ারি) বিকেলে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী আবুল কালাম আজাদ।এ সময় তিনি বলেন, ‘শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। এই উদ্যোগের জন্য সংগঠনের সদস্যদের ধন্যবাদ জানাই।’

সি.এন.পি.আই স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি জাহিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ ওমর ফারুক,উপাধ্যক্ষ সেলিম আহমেদ, চিফ ইন্সট্রাক্টর (নন-টেক/কেমিস্ট্রি) ও সি.এন.পি.আই স্বেচ্ছাসেবী সংস্থার উপদেষ্টা দুর্গা চরণ রায়,ইন্সট্রাক্টর (নন-টেক/কেমিস্ট্রি) ও গ্রুপ সম্প,রোভার স্কাউট শহিদুল ইসলাম,ইন্সট্রাক্টর (নন-টেক/গণিত) ও সভাপতি পলিটেকনিক শিক্ষক সমিতি স্থানীয় শাখা আব্দুল কাইয়ুম,ইন্সট্রাক্টর (নন-টেক/হিসাব বিজ্ঞান) ও সি.এন.পি.আই স্বেচ্ছাসেবী সংস্থার উপদেষ্টা আজিজুর রহমান সহ সংগঠনের সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়,সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখার অঙ্গীকার নিয়ে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও এ ধরনের মহৎ কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের জন্য সকলের সহযোগিতা কামনা করছি।


আরো পড়ুন

মন্তব্য