ফিরোজ আলম, নিজস্ব প্রতিবেদক:
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই স্লোগানকে সামনে রেখে মোহনপুর উপজেলা প্রসাশনের আয়োজনে উপজেলা চত্তরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ নারী শিক্ষা পরিণত হয়েছিল এক প্রাণবন্ত উৎসবের মঞ্চে। তারুণ্যের উদ্দীপনা আর বাঙালির ঐতিহ্যের সুগন্ধে মুখরিত ছিল পুরো উপজেলা প্রাঙ্গণ।
সোমবার (১৩ জানুয়ারি) উপজেলা চত্তর প্রাঙ্গণে নির্বাহী অফিসার (ইউএনও) আয়শা সিদ্দিকা’র সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজার সার্বিক ব্যবস্থাপনা ও উপস্থাপনায় আয়োজিত হয় “তারুণ্য মেলা ও পিঠা উৎসব” যা শিক্ষার্থীদের জন্য হয়ে ওঠে আনন্দ আর ঐতিহ্যের অনন্য এক মেলাবন্ধন।
সকাল থেকেই চত্তর প্রাঙ্গণ উৎসবের আমেজে জমজমাট। শিক্ষার্থীদের উপস্থিতি, স্টলগুলোর সৃজনশীল সাজসজ্জা, আর পিঠার মিষ্টি গন্ধ উপজেলায় পরিণত করে এক গ্রামীণ ঐতিহ্যের প্রতীকী মঞ্চে। এই উৎসবে অংশ নেয়, বিভিন্ন ধরনের স্টল। বিভিন্ন স্টলে প্রদর্শিত হয় বাঙালির ঐতিহ্যবাহী পিঠা ও খাবার—পুলি পিঠা, দুধপুলি, পাটিসাপটা, ভাপা পিঠা, সহ নানা মুখরোচক খাবার আরও ছিলো বাহারি রঙের পোশাকের স্টল সহ পিঠা উৎসবের পাশাপাশি শিক্ষার্থীদের ছিল মনোমুগ্ধকর খেলাধুলা অনুষ্ঠান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম,
অতিরিক্ত কৃষি অফিসার, কৃষিবিদ এম. এ. মান্নান, বরেন্দ্র সহকারী প্রকৌশলী জি এফ এম হাসানুল ইসলাম (ফারুক), উপজেলা ত্রান ও দূর্যোগ কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম , মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা সাহা, খাদ্য কর্মকর্তা নূরু নবী প্রমুখ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক বৃন্দ ও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা/কর্মচারী স্টাফ বৃন্দ।