শনিবার, ১০ মে ২০২৫, ০৩:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে রক্তদাতাদের বার্ষিক মিলনমেলা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন অঙ্গন পাঠান চাঁপাইনবাবগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল তানোরে মাদক ও বাল্যবিবাহ বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চাঁপাইনবাবগঞ্জে দোয়া ও ইফতার মাহফিল চাঁপাইনবাবগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার বিতরণ গভীর রাতে পুড়ে ছাই আড়াইশ হাঁশ-মুরগিসহ দোকান চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে দোয়া ও ইফতার মাহফিল প্রকাশিত সংবাদের প্রতিবাদ তানোরে কারিগরি দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠিত

কমিশনারের কানে গরম পানি ঢেলে রাজপথের কথা শোনানো হবে: রাকসুর সাবেক ভিপি রাগিব

প্রথম পাতা
প্রকাশিতঃ শনিবার, ১০ মে ২০২৫, ০৩:৩৮ পূর্বাহ্ন

রাজশাহীতে একটি কর্মসূচি থেকে বিভাগীয় কমিশনারের কানে গরম পানি ঢেলে রাজপথের কথা শোনানোর কথা বলেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক ভিপি রাগিব হাসান মুন্না। আজ বুধবার বিকেলে রাজশাহী নগরের জিরো পয়েন্টে ‘মুভমেন্ট ফর কমন রাইটস’ আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেছেন।

এর আগে রাজশাহী নগরের আলুপট্টি মোড় থেকে মিছিল নিয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাহেববাজারে সমাবেশে মিলিত হয়।

মুভমেন্ট ফর কমন রাইটস রাজশাহীর নতুন একটি সংগঠন। আজকের কর্মসূচির মধ্য দিয়ে এর যাত্রা শুরু হলো। এর আহ্বায়ক রাগিব হাসান। সদস্যসচিব আবু রায়হান। সমাবেশে এই দুজন ছাড়া আরও কয়েকজন বক্তব্য দিয়েছেন। তাঁরা সব ক্ষেত্রে বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। উপস্থিত ছিলেন সিপিবি রাজশাহী জেলার সভাপতি হুমায়ুন রেজা।

রাগিব হাসান বলেন, অন্যায়ভাবে রাজশাহী ওয়াসার পানির দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। ওয়াসার পানির দাম পরিশোধ করতে হিমশিম খাচ্ছে নগরবাসী। ওয়াসার পানির দাম না কমানো পর্যন্ত এ লড়াই চলবে। পানির দাম কমানোর জন্য শুধু রাজপথ নয়, ওয়াসা অফিস ঘেরাও করে দাবি আদায় করে তাঁরা বিরত হবেন।

রাগিব হাসান আরও বলেন, ‘হোল্ডিং ট্যাক্স বাড়িয়ে দেওয়া হয়েছে। এখানে ছোটখাটো যে বাড়িঘর আছে, একটা বিপজ্জনক পর্যায়ে হোল্ডিং ট্যাক্স বাড়ানো হয়েছে। আমরা হোল্ডিং ট্যাক্সের মাত্রা কমানোর জন্য দাবি তুলেছি। যদি হোল্ডিং ট্যাক্সের মাত্রা না কমে, আমরা সিটি করপোরেশন ঘেরাও করব। আমরা জানি এখন সিটি করপোরেশনে মেয়র নাই। কিন্তু বিভাগীয় কমিশনার তাঁর দায়িত্ব পালন করছেন। কমিশনারের যদি আমাদের রাজপথের কথা না কানে যায়, কমিশনারের কানে গরম পানি ঢেলে তাঁকে এই কথা শোনানো হবে।’

চিড়িয়াখানা আগের মতো ফিরিয়ে আনার দাবি তুলে রাগিব হাসান বলেন, ‘আমাদের চিড়িয়াখানায় প্রাণের সমাহার থাকবে, সেখানে ইট-বালু আর সিমেন্ট দিয়ে কংক্রিটের সমাহার করা হয়েছে। কংক্রিট চাই না আমরা। সেখানে নান্দনিক ব্যবস্থা গড়ে তুলতে হবে।’

রাগিব হাসান আরও বলেন, ‘এই অভ্যুত্থানের দাবি ছিল সব ধরনের সিন্ডিকেট, চাঁদাবাজি বন্ধ করতে হবে। রাজশাহীতে চাঁদাবাজি হচ্ছে। এখানে দখলদার রয়েছে। রাজপথের আন্দোলন থেকে এদের উৎখাত করা হবে।’

 

পিআলো/জা/০১


আরো পড়ুন

মন্তব্য