শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৭:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে রক্তদাতাদের বার্ষিক মিলনমেলা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন অঙ্গন পাঠান চাঁপাইনবাবগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল তানোরে মাদক ও বাল্যবিবাহ বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চাঁপাইনবাবগঞ্জে দোয়া ও ইফতার মাহফিল চাঁপাইনবাবগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার বিতরণ গভীর রাতে পুড়ে ছাই আড়াইশ হাঁশ-মুরগিসহ দোকান চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে দোয়া ও ইফতার মাহফিল প্রকাশিত সংবাদের প্রতিবাদ তানোরে কারিগরি দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাবনায় মাহফিলে ছুরিকাঘাতে প্রাণ গেল আহত যুবকের

প্রথম পাতা
প্রকাশিতঃ শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৭:৫৭ অপরাহ্ন

পাবনায় মসজিদের ওয়াজ মাহফিলের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর জখম আব্দুল্লাহ দিশারি সর্দার (২৩) মারা গেছেন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত ১১টা ৩০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

একই ঘটনায় তার চাচাতো ভাই কায়সার (১৯) আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। জানা যায়, পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নে ৮নম্বর ওয়ার্ডের চরঘোষপুর গ্রামে ৬ ডিসেম্বর (শুক্রবার) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ওয়াজ মাহফিল নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাতে সদর উপজেলার চরঘোষপুরে একটি ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলকে কেন্দ্র করে প্যান্ডেলের বাইরে একটি মেলার আয়োজন করা হয়। এই মেলায় কয়েকজন যুবকের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় এবং এরই জেরে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

হেমায়েতপুর পুলিশ ফাড়ির আইসি তরিকুল ইসলাম জানান, মাহফিলের প্যান্ডেলের বাইরে তর্কের জেরে এ ঘটনা ঘটে। আহত তিনজনের মধ্যে একজন মারা গেছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

ভরকাজ/জা/১৩


আরো পড়ুন

মন্তব্য