বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান অপরিকল্পিত বালু উত্তোলনে হুমকিতে আড়াইশ কোটি টাকার রাবার ড্যাম-ফসলী জমি คะแนนคาสิโนออนไลน์ของเราทั้งหมดได้รับการตรวจสอบตามผลประโยชน์ในเดือนมกราคม 2025 Top ten Internet casino Real money Web sites in the us to have 2025 คาสิโนออนไลน์ Live Dealer ที่ดีที่สุดที่จะลองเล่นด้วยเงินจริงในปี 2025 Blackjack Online Spielen Sie Black Jack Spiele” Промокоды Мелбет Melbet в данный момент в начале февраля 2025 на фрибеты вплоть до 25000 зли сосредоточения Мелбет закачать дополнение возьмите мобильник а еще Пк с официального сайта Мелбет Скачать Мелбет нате Андроид безвозмездная вариант употребления для Android в букмекерской конторе Melbet Мелбет нате Айфон Скачайте официальное приложение для IOS

রাজশাহীর পবায় বোরোর উৎপাদন বাড়াতে ৫০০ কৃষককে প্রণোদনা

প্রথম পাতা
প্রকাশিতঃ বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ন
প্রথম পাতা

রাজশাহীর পবা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৫০০ প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরণ করা হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সোহরাব হোসেন। বীজ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা তাসনিম।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. সোহরাব হোসেন জানান, চলতি বছর বোরো মৌসুমে হাইব্রিড জাতের ধানের আবাদ ও উৎপাদন বাড়াতে প্রণোদনার আওতায় ৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকে প্রণোদনা দেওয়া হবে। এ ধান বীজ বিতরণের জন্য আমরা সব প্রস্তুতি সম্পন্ন করে বিতরণ প্রক্রিয়া শুরু করেছি। হাইব্রিড বোরো বীজতলা তৈরীর জন্য দ্রুত এসব ধান বীজ  বিতরণ সম্পন্ন করা হচ্ছে। এতে উপজেলায় হাইব্রিড ধানের চাষাবাদ বৃদ্ধি পাবে। সেই সাথে বাড়বে হাইব্রিড ধানের উৎপাদন।

 

 

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা তাসনিম জানান, ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের (হাইব্রিড) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে উপজেলার ৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে দুই কেজি করে হাইব্রিড বোরো ধান বীজ বিতরণ করা হচ্ছে। এবছর লাল তীর হাইব্রিড টিয়া এইচটিএম-৭০৭ ও সুপার হাইব্রিড এসএল-৮ এইচ জাতের উচ্চ ফলনশীল ধান বীজ বিতরণ করা হচ্ছে। এ ধানের চারা ২১ থেকে ২৫ দিনের মধ্যে জমিতে রোপণ করতে হবে। পরিমিত সার, সেচ ও বালাইনাশক প্রয়োগ করলে বিঘাপ্রতি ফলন প্রায় ৩৫ থেকে ৩৬ মণ আশা করা যায়।

তিনি জানান, গত ২০২৩-২৪ অর্থবছরে ৩৫০০ কৃষককে হাইব্রিড বীজ বিনামূল্যে দেওয়া হয়েছিল। এতে ৪৬৭ হেক্টর জমিতে হাইব্রিড ধানের আবাদ বৃদ্ধি পেয়েছিল এবং ২৭১৮ টন চাল উৎপাদন বেড়েছিল।

 

জওন্ঠ/জা/০৫


আরো পড়ুন

মন্তব্য