জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি জয়ে শুরু করেছে রাজশাহী বিভাগ। বৃষ্টি না থাকলেও সিলেটে বৃষ্টি আইনে খুলনার বিপক্ষে জিতেছে তারা। আলোকস্বল্পতার কারণে ১৬ বল আগেই খেলা বন্ধ হয়ে যায়। এরপর বাইলজ অনুযায়ী রাজশাহীকে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ১১ রানে জয়ী ঘোষণা করা হয়েছে।
বুধবার সিলেটের একাডেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭২ রান করে খুলনা। সদ্য যুব এশিয়া কাপজয়ী অধিনায়ক আজিজুল হাকিম তামিমের ব্যাট থেকে আসে সর্বোচ্চ রানের ইনিংস। তিনি খেলেন ৩১ বলে ৫৩ রানের দারুণ একটি ইনিংস। এছাড়া অধিনায়ক নুরুল হাসানের ২৬ বলে ৩৭ এবং শেষদিকে মৃত্যুঞ্জয়ের ১৫ বলে অপরাজিত ৩৫ রানের ক্যামিও ইনিংসে ১৭২ রান তোলে খুলনা।
জবাবে রাজশাহীর দুই ওপেনার হাবিবুর রহমান সোহান আর সাব্বির হোসেন ৮৯ রানের জুটি গড়েন। হাবিবুর খেলেন ৩৮ বলে ৮ চার এবং ৪ ছক্কায় ৬৬ রানের দারুণ একটি ইনিংস। সাব্বির হোসেন ২৩ বলে ২৮ রান করে আউট হন। এরপর মেহরবের ২৬ আর অধিনায়ক প্রীতমের ১৯* রানে জয়ের পথেই ছিল রাজশাহী। বৃষ্টি আইনে জয় না পেলেও স্বাভাবিক ক্রিকেট খেলেই জয় নিশ্চিত হয়ে যেত তাদের!
এদিকে, মূল মাঠে একই সময়ে মুখোমুখি হয়েছিল চট্টগ্রাম ও রংপুর। তামিম ইকবালের চট্টগ্রামকে ৫ উইকেটে হারিয়েছে রংপুর। আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩২ রান করেছে চট্টগ্রাম। সর্বোচ্চ রান আসে মুমিনুল হকের ব্যাট থেকে। ২১৯ দিন পর ব্যাট হাতে ভালো শুরুর ইঙ্গিত দিয়েও ব্যর্থ হয়েছেন তামিম ইকবাল। ১০ বলে ১ চার ও ১ ছক্কায় ১৩ রান করেছেন। ইনিংসের পঞ্চম ওভারের শেষ বলে মোহাম্মদ এনামুল হকের বলে বোল্ড হন তিনি।
১৩৩ রানের লক্ষ্যে খেলতে নেমে তানভীর হায়দারের ৪১ এবং আকবর আলীর ২৫ রানের ওপর ভর করে ১৬.৫ ওভারে ৫ উইকেটে জয় নিশ্চিত করে ফেলে রংপুর।