শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৭:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে রক্তদাতাদের বার্ষিক মিলনমেলা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন অঙ্গন পাঠান চাঁপাইনবাবগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল তানোরে মাদক ও বাল্যবিবাহ বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চাঁপাইনবাবগঞ্জে দোয়া ও ইফতার মাহফিল চাঁপাইনবাবগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার বিতরণ গভীর রাতে পুড়ে ছাই আড়াইশ হাঁশ-মুরগিসহ দোকান চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে দোয়া ও ইফতার মাহফিল প্রকাশিত সংবাদের প্রতিবাদ তানোরে কারিগরি দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে তিন ইটভাটা মালিকের ৩ লাখ টাকা জরিমানা

প্রথম পাতা
প্রকাশিতঃ শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৭:২৫ অপরাহ্ন

রাজশাহীর চারঘাটে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ইট পোড়ানোয় তিন ভাটায় অভিযান চালিয়ে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মালিকদের কাছ থেকে ওই টাকা আদায় করার পাশাপাশি একটি ইটভাটা বন্ধ করে দেওয়া হয়।

সোমবার (৯ ডিসেম্বর) বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার ইউসুফপুর ও শলুয়া ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন। অভিযানে প্রসিকিউটর হিসাবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর রাজশাহী জেলার পরিদর্শক নীল রতন সরকার।

জানা গেছে, ইউসুফপুর ইউনিয়নের মেসার্স এম জেড বি ব্রিকসকে দুই লাখ টাকা এবং শলুয়া ইউনিয়নের মেসার্স একতা ব্রিকসকে ৫০ হাজার টাকা ও মেসার্স এম অ্যান্ড এন ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর রাজশাহী জেলার সহকারী পরিচালক মো. কবির হোসেন বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ (সংশোধন) আইন ২০১৯ মোতাবেক তিনটি ভাটাকে মোট তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় ইটভাটা মালিককে অবৈধ ইটভাটা বন্ধের, পোড়া ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ইট অথবা ফ্লাই অ্যাশ, লাইম ও জিপসামের তৈরি FAL-G ইট তৈরিতে নির্দেশনা প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন বলেন, তারা পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের ছাড়পত্র ছাড়াই কাঠ পুড়িয়ে ইটভাটা পরিচালনা করে আসছিল। পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

পিডিদেশ/জা/৩৭


আরো পড়ুন

মন্তব্য