শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে রক্তদাতাদের বার্ষিক মিলনমেলা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন অঙ্গন পাঠান চাঁপাইনবাবগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল তানোরে মাদক ও বাল্যবিবাহ বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চাঁপাইনবাবগঞ্জে দোয়া ও ইফতার মাহফিল চাঁপাইনবাবগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার বিতরণ গভীর রাতে পুড়ে ছাই আড়াইশ হাঁশ-মুরগিসহ দোকান চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে দোয়া ও ইফতার মাহফিল প্রকাশিত সংবাদের প্রতিবাদ তানোরে কারিগরি দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠিত

ক্ষুদ্র নৃগোষ্ঠী নয়, আদিবাসী হিসেবেই স্বীকৃতি দাবি

প্রথম পাতা
প্রকাশিতঃ শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৭:৪৬ অপরাহ্ন

আদিবাসী হিসেবেই সাংবিধানিক স্বীকৃতির দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের মানুষ। আদিবাসী যুব পরিষদের রাজশাহী জেলা কমিটির উদ্যোগে আজ রোববার সকালে নগরের সাহেববাজার জিরো পয়েন্টে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান আলী বরজাহান, সিপিবির রাজশাহী জেলার সাধারণ সম্পাদক অজিত মণ্ডল ও ইয়্যাসের সাধারণ সম্পাদক আতিকুর রহমান। সভাপতিত্ব করেন আদিবাসী যুব পরিষদের রাজশাহী জেলার সভাপতি উপেন রবিদাস। সঞ্চালনা করেন আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি অনিল গজাড়।

মানববন্ধন থেকে বক্তারা আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি ও সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনের দাবি জানান। পাশাপাশি তাঁরা বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির নাম পরিবর্তন করে আদিবাসী কালচারাল একাডেমি করার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, রাজশাহী মহানগর কমিটির সাবেক সাধারণ সম্পাদক আন্দ্রিয়াস বিশ্বাস, আদিবাসী যুব পরিষদের কেন্দ্রীয় সদস্য উত্তম মাহাতো, আদিবাসী ছাত্র পরিষদের সাবেক সাধারণ সম্পাদক তরুণ মুন্ডা, সাংগঠনিক সম্পাদক মনিকা মারান্ডি, দপ্তর সম্পাদক রোমেন পাহান, রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটির সাধারণ সম্পাদক বিথি এক্কা প্রমুখ।

আজপি/জা/৩


আরো পড়ুন

মন্তব্য