রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেত্রীকে আটক করে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা। বুধবার (৪ ডিসেম্বর ) বিকেল ৪টার দিকে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে তাকে আটক করা হয়।
ছাত্রলীগের ওই নেত্রীর নাম সামিহা (১৯)। তিনি রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগ কমিটির সদস্য বলে জানিয়েছেন চন্দ্রিমা থানার ওসি মতিয়ার রহমান। আটকের পর প্রথমে চন্দ্রিমা থানা পুলিশের কাছে হস্তান্তর করে শিক্ষার্থীরা। পরে সন্ধ্যায় সামিহাকে বোয়ালিয়া থানায় নিয়ে যায় পুলিশ।
সামিহা রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। কিন্তু তিনি কোন ডিপার্টমেন্টে পড়াশোনা করছেন সেটি জানাতে পারেনি পুলিশ। তবে আজ তাদের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা ছিল। সামিহা বোয়ালিয়া থানার অলোকার মোড় এলাকার সুজন তাকুলদারের মেয়ে।
বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মো: মেহেদী মাসুদ নিশ্চিত করে বলেন, পলিটেকনিক ইনস্টিটিউট থেকে একজন শিক্ষার্থীকে আটকে পর প্রথমে চন্দ্রিমা থানা পুলিশ কাছে হস্তান্তর করে। পরে বোয়ালিয়া থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে মামলা আছে কিনা ক্রাইম ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস) যাচাই করে বলতে পারবো।
আসয়/জা/০৮