শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৭:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে রক্তদাতাদের বার্ষিক মিলনমেলা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন অঙ্গন পাঠান চাঁপাইনবাবগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল তানোরে মাদক ও বাল্যবিবাহ বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চাঁপাইনবাবগঞ্জে দোয়া ও ইফতার মাহফিল চাঁপাইনবাবগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার বিতরণ গভীর রাতে পুড়ে ছাই আড়াইশ হাঁশ-মুরগিসহ দোকান চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে দোয়া ও ইফতার মাহফিল প্রকাশিত সংবাদের প্রতিবাদ তানোরে কারিগরি দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, রাজশাহীতে আরও ১৮ আসামি গ্রেফতার

প্রতিবেদকঃ
প্রকাশিতঃ শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৭:২৯ অপরাহ্ন

৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধের অভিযোগে রাজশাহীতে মোট ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ৬ জন, মাদক মামলায় ২ জন, অন্যান্য অপরাধে ৩ জন এবং ওয়ারেন্টভুক্ত ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেফতারকৃতরা হলেন মো. নবীবর রহমান নবী (৫২), শাহরিয়ার আল মামুন সোহান (২৪), মো. আকিফ-ই-রাব্বি আবির (১৯), মো. সাঈদ হাসান তুষার (২৩), মো. ফয়সাল মাহমুদ তামিম (২০) ও মো. হাসান আলী শান্ত (২২)।

নবী রাজশাহী মহানগরীর পবা থানার কয়ড়া এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে। তিনি পারিলা ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি। সোহান একই থানার মহানন্দাখালী দক্ষিনপাড়া এলাকার মৃত এনামুল হকের ছেলে। তিনি নওহাটা পৌরসভার ছাত্রলীগ কর্মী। আওয়ামী লীগ কর্মী আবির বোয়ালিয়া মডেল থানার সাগরপাড়া এলাকার মৃত গোলাম নবীর ছেলে। তুষার কর্ণহার থানার সরিয়াকড়ি পশ্চিমপাড়া এলাকার মো. তোফাজ্জল হোসেনের ছেলে। তামিম সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার নিশিবয়রা এলাকার মো. আব্দুল হামিদের ছেলে এবং শান্ত একই থানার লক্ষীপুর এলকার মো. শাহ আলম মন্ডলের ছেলে।

এ বিষয়ে আরএমপির মুখপাত্র সাবিনা ইয়াসমিন বলেন, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

ঢামেল/অন/৩৪


আরো পড়ুন

মন্তব্য