শুক্রবার, ০৯ মে ২০২৫, ১০:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে রক্তদাতাদের বার্ষিক মিলনমেলা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন অঙ্গন পাঠান চাঁপাইনবাবগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল তানোরে মাদক ও বাল্যবিবাহ বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চাঁপাইনবাবগঞ্জে দোয়া ও ইফতার মাহফিল চাঁপাইনবাবগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার বিতরণ গভীর রাতে পুড়ে ছাই আড়াইশ হাঁশ-মুরগিসহ দোকান চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে দোয়া ও ইফতার মাহফিল প্রকাশিত সংবাদের প্রতিবাদ তানোরে কারিগরি দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠিত

আ.লীগ নেতার সঙ্গে ছবি থাকায়’ তরুণকে পুলিশে দিলেন ছাত্রদল নেতা

প্রতিবেদকঃ
প্রকাশিতঃ শুক্রবার, ০৯ মে ২০২৫, ১০:২২ অপরাহ্ন

রাজশাহীতে আওয়ামী লীগের এক নেতার সঙ্গে ছবি থাকায় তরুণকে পুলিশে সোপর্দ করেছেন ছাত্রদলের এক নেতা। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজশাহীর লোকনাথ স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

তরুণের নাম আকিফ-ই-রাব্বি (১৯)। বাবার নাম গোলাম নবী, বাড়ি নগরের সাগরপাড়া মহল্লায়। তিনি ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।

পুলিশের হাতে তুলে দেওয়ার আগে রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক লিমন ছাত্রলীগ কর্মী আকিফকে জিজ্ঞাসাবাদ করেন। লিমন এ সময় মোবাইল ফোন থেকে ভিডিও বের করে দেখান, যাতে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আকিফকে নগরের ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনির সঙ্গে দেখা যায়। এ ছাড়া ৫ আগস্ট রাজশাহীতে ছাত্র-জনতার ওপর দুই হাতে গুলি চালানো সন্ত্রাসী জহিরুল হক রুবেলের সঙ্গেও ছাত্রলীগ কর্মী আকিফের ছবি দেখান তিনি।

এ সময় ছাত্রদল নেতা এমদাদুল হক লিমন বলেন, ‘মেহেদী হাসান রনির সঙ্গে এই আকিফ ৪ ও ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলায় অংশ নিয়েছিল। এখনো রনির সঙ্গে যোগাযোগ রয়েছে তার।’

ছাত্রদলের এই নেতা অভিযোগ করেন, ‘আমরা ছাত্রদল করি, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে কাউকে আমাদের ধরিয়ে দেওয়া লাগেনি। পুলিশই আমাদের খুঁজে খুঁজে গ্রেপ্তার করেছে। কিন্তু এখন ছাত্রলীগ ঘুরে বেড়াচ্ছে।’

নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বলেন, ‘আটক ছাত্রলীগ কর্মীকে থানায় রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলাকারী সবাইকেই গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।


আরো পড়ুন

মন্তব্য