বুধবার, ১৪ মে ২০২৫, ০৮:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে রক্তদাতাদের বার্ষিক মিলনমেলা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন অঙ্গন পাঠান চাঁপাইনবাবগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল তানোরে মাদক ও বাল্যবিবাহ বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চাঁপাইনবাবগঞ্জে দোয়া ও ইফতার মাহফিল চাঁপাইনবাবগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার বিতরণ গভীর রাতে পুড়ে ছাই আড়াইশ হাঁশ-মুরগিসহ দোকান চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে দোয়া ও ইফতার মাহফিল প্রকাশিত সংবাদের প্রতিবাদ তানোরে কারিগরি দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে সিএমএসএমই অংশীজনদের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময়

প্রথম পাতা
প্রকাশিতঃ বুধবার, ১৪ মে ২০২৫, ০৮:৫২ অপরাহ্ন

রাজশাহীতে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারী শিল্পে (সিএমএসএমই) অর্থায়ন সংক্রান্ত বিদ্যমান নীতিমালা পর্যালোচনা ও নতুন নীতিমালা প্রণয়নে অংশীজনদের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রাজশাহীর একটি রেস্টুরেন্টের হলরুমে  বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয় ও রাজশাহী অফিসের এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট এই সভা আয়োজন করে।

সভায় অংশীজনদের মধ্যে বাংলাদেশ ব্যাংক, রাজশাহী অফিসের আওতাধীন ৭টি জেলার ৪০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় উদ্যোক্তা, আওতাধীন জেলাসমূহের চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রতিনিধি, উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রতিনিধি, উইমেন এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে’র প্রতিনিধি এবং স্থানীয় বিসিকের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

বাংলাদেশ ব্যাংক, রাজশাহী অফিসের পরিচালক (প্রশাসন) মতিয়ার রহমান মোল্লার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক কাজী রফিকুল হাসান। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক রূপ রতন পাইন।

 

 

সভায় বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও আবলু কালাম আজাদ এবং যুগ্ম পরিচালক শাহানাজ পারভীন ও মোহাম্মদ সাদ্দাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংক রাজশাহী অফিসের যুগ্মপরিচালক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তারা দেশের অর্থনীতিতে সিএমএসএমই’র গুরুত্ব তুলে ধরে বলেন, এসএমই অর্থায়ন সম্পর্কিত বাংলাদেশ ব্যাংকের নীতিমালাটি সর্বশেষ ২০১৬ সালে প্রনয়ণ করা হয়। বাংলাদেশ ব্যাংকের নীতিমালায় যেন অংশীজনদের চাহিদার ও আকাঙ্খার পূর্ণ প্রতিফলন ঘটে সে বিষয়টি বিবেচনায় নিয়ে এবারের নীতিমালা প্রনয়ণের পূর্বেই কেন্দ্রীয় ব্যাংকের অফিসসমূহের মাধ্যমে বিভিন্ন অংশীজনের সাথে মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে।


আরো পড়ুন

মন্তব্য