শনিবার, ১০ মে ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে রক্তদাতাদের বার্ষিক মিলনমেলা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন অঙ্গন পাঠান চাঁপাইনবাবগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল তানোরে মাদক ও বাল্যবিবাহ বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চাঁপাইনবাবগঞ্জে দোয়া ও ইফতার মাহফিল চাঁপাইনবাবগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার বিতরণ গভীর রাতে পুড়ে ছাই আড়াইশ হাঁশ-মুরগিসহ দোকান চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে দোয়া ও ইফতার মাহফিল প্রকাশিত সংবাদের প্রতিবাদ তানোরে কারিগরি দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠিত

ভোট বর্জনের ঘোষণা প্রত্যাহার করলেন দুই চেয়ারম্যান প্রার্থী

জাকির হোসেন
প্রকাশিতঃ শনিবার, ১০ মে ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ন
ভোট বর্জনের

জাকির হোসেন,নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি: 

নওগাঁর নিয়ামতপুরে উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারণার তৃতীয় দিন (৫ মে) ফেসবুক লাইভে এসে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় থাকা দুই প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিলেন। এ নিয়ে রাজনৈতিক মহলে চলছিল আলোচনা-সমালোচনা। তাঁরা হলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইশ্বর চন্দ্র বর্মন। কিন্তু গতকাল উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়া তিন পদের সকল প্রার্থীদের সাথে মতবিনিময় করে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিরপেক্ষ, সুষ্ঠ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রতিশ্রুতি দেওয়া হলে ভোট বর্জন করা দুই প্রার্থী আবারও নির্বাচন করার ঘোষণা দেন। গতকাল(৭ মে) আবুল কালাম আজাদ ও আজ ইশ্বর চন্দ্র বর্মন ফেসবুক লাইভে আবারও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন।

যে কারণে তাঁরা ভোট বর্জনের ঘোষণা দেন , উপজেলা পরিষদ নির্বাচনে একজন প্রার্থী মন্ত্রীর নাম ভাঙ্গিয়ে নেতাকর্মীদের প্রভাব বিস্তার করে কেড়ে নেওয়া, ইউপি চেয়ারম্যানগণের ওপর প্রভাব বিস্তার করে নেতাকর্মীদের জোর পূর্বক ওই প্রতিদ্বন্দ্বীর পক্ষে কাজ করতে জোর করা, কাজ না করলে টিসিবি, ভিজিডি, ভিজিএফ বয়স্ক ও বিধবা ভাতা থেকে তাদের বঞ্চিত করা হবে এমন অভিযোগ তুলেন তাঁরা।

কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিরপেক্ষ ভোটের আশ্বাস পাওয়ায় আবারও ভোটের মাঠে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছি। পুরোদমে নেতাকর্মীদের নিয়ে ভোটের মাঠে কাজ করছি।

অপরদিকে ঘোড়া প্রতীকের প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইশ্বর চন্দ্র বর্মন বলেন, জনগণের জনসমর্থন নিয়ে আবারও নির্বাচনে ফিরে এসেছি। জনসমর্থন নিয়েই নির্বাচনে জয়ী হতে চাই।

ভোটের মাঠে এই দুই প্রার্থী ফিরে আসায় ভোটের হিসাব-নিকাশেও এসেছে পরিবর্তন। তবে নেতাকর্মীরা বলছেন শেষ মূহুর্তে হলেও জমে উঠবে নির্বাচনী প্রচার-প্রচারনা।

বিষয়টি নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদ বলেন, প্রার্থীদের কোন অভিযোগ থাকলে তার সঠিক তথ্য-প্রমানসহ অভিযোগ করলে ব্যবস্হা নেওয়া হবে। ২১ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের ভোট উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হবে।


আরো পড়ুন

মন্তব্য