শুক্রবার, ০৯ মে ২০২৫, ০১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে রক্তদাতাদের বার্ষিক মিলনমেলা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন অঙ্গন পাঠান চাঁপাইনবাবগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল তানোরে মাদক ও বাল্যবিবাহ বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চাঁপাইনবাবগঞ্জে দোয়া ও ইফতার মাহফিল চাঁপাইনবাবগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার বিতরণ গভীর রাতে পুড়ে ছাই আড়াইশ হাঁশ-মুরগিসহ দোকান চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে দোয়া ও ইফতার মাহফিল প্রকাশিত সংবাদের প্রতিবাদ তানোরে কারিগরি দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠিত

অসহীনয় তাপদাহে রাবি ছাত্রলীগের শরবত বিতরণ 

নাবিল শাহরিয়ার
প্রকাশিতঃ শুক্রবার, ০৯ মে ২০২৫, ০১:৩৯ অপরাহ্ন
তাপদাহে রাবি

নাবিল শাহরিয়ার,রাবি প্রতিনিধি: তীব্র তাপপ্রবাহে রাজশাহীতে নেমে এসেছে অস্থিরতা । এই তীব্র গরমে শিক্ষার্থী, দোকানী, পথচারী, শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষের মাঝে বিনা মূল্যে শরবত বিতরণ করেছে  রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। শুক্রবার (৩ মে) জুম্মা নামাজের পরে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে শরবত বিতরণ করেন তারা।

ছাত্রলীগ সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের কাজলা গেইট, মেইন গেইট, বিনোদপুর গেইট ও কেন্দ্রীয় মসজিদের সামনে শরবত বিতরণ কর্মসূচি পালন করে শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। ছাত্রলীগের এই শরবত বিতরণ কার্যক্রমের প্রশংসা করেছে সাধারণ শ্রমজীবী মানুষেরা। তীব্র গরমে বিনামূল্যে শরবত খেয়ে অনেক শ্রমজীবীর মুখে ফুটে ওঠে স্বস্তির ছোঁয়া।

জানতে চাইলে রাবি শাখা ছাত্রলীগের সভাপতি মো:মোস্তাফিজুর রহমান বাবু বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগ রাবি শাখার তত্ত্বাবধানে শরবত বিতরণ কার্যক্রম চলছে। তীব্র তাপপ্রবাহকে দূর্যোগ হিসেবেই বিবেচনা করে মাঠে কাজ করছি। আগেও যেমন সব সংকটে, সংগ্রামে ছাত্রলীগের সেচ্ছাসেবকরা ঝাঁপিয়ে পড়েছে, এখনও নিজ উদ্যোগে সাধারণ মানুষের পাশে কিছুটা হলেও প্রশান্তি দেওয়ার চেষ্টা করে আসছি। আগামী যে কয়েকদিন তাপপ্রবাহ চলমান থাকবে সেই পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে’।

এসময় রাবি শাখা ছাত্রলীগের রূপক হাসান, নাদিম নিলয়, শামসুল আরিফিন খান সানি, আজিজুল হক আকাশ, শিবলি সাদিক, তাসিন তানভিরসহ প্রায় ৪০ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আরো পড়ুন

মন্তব্য