শনিবার, ১০ মে ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে রক্তদাতাদের বার্ষিক মিলনমেলা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন অঙ্গন পাঠান চাঁপাইনবাবগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল তানোরে মাদক ও বাল্যবিবাহ বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চাঁপাইনবাবগঞ্জে দোয়া ও ইফতার মাহফিল চাঁপাইনবাবগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার বিতরণ গভীর রাতে পুড়ে ছাই আড়াইশ হাঁশ-মুরগিসহ দোকান চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে দোয়া ও ইফতার মাহফিল প্রকাশিত সংবাদের প্রতিবাদ তানোরে কারিগরি দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠিত

পুঠিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চার প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ডেস্ক রিপোর্ট
প্রকাশিতঃ শনিবার, ১০ মে ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ন

উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে রাজশাহীর পুঠিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চার জন প্রার্থী মনোনয়ন জমা দিেেয়ছেন। রবিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তিন জন মনোনয়নপত্র দাখিল করেন। এর আগে বর্তমান পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জমা দেন তার মনোনয়নপত্র।

মনোনয়নপত্র দাখিল করা চার প্রার্থীরা হলেন পুঠিয়া উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা জিএম হিরা বাচ্চু। বর্তমান রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সামাদ ও সাবেক চেয়ারম্যান। এছাড়াও মনোনয়নপত্র দাখিল করেছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুদ। ও সাবেক পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমান নামের অপর আরেকজন ব্যক্তি জমা দেন মনোনয়নপত্র। চার পুঠিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থীরা স্বশরীরে উপস্থিত হয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়ন দাখিল শেষে তিন প্রার্থীই গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।

অবদ এবং সুষ্ঠু নিরাপত্তা নির্বাচন হলে আমরা বিপুল ভোটে জয়লাভ করব।  অন্যদিকে বর্তমান চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু বলেন, বঙ্গবন্ধুর আদর্শ এবং অনুপ্রেরণা নিয়ে পুঠিয়াকে একটি দুর্নীতিমুক্ত, মাদক মুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলার কাজ চলমান। ইতোমধ্যেই যার ফল পেয়েছেন পুঠিয়া-বাসি। তিনি আরো বলেন, প্রতিদ্বন্দ্বী থাকা ভালো। প্রতিদ্বন্দ্বী ছাড়া নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর হয় না।

এছাড়াও উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন মোট তিন জন প্রার্থী। তারা হলেন বর্তমান চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল। ফজলে রাব্বী মুরাদ। জামাল উদ্দিন মাস্টার। অন্যদিকে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন তিন জন। তারা হলেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী রহমান ও বানেশ্বর এলাকার পরিজান বেগম এবং বেলপুকুর এলাকার শাবনাজ আক্তার জমা দিয়েছেন মনোনয়নপত্র। আগামী ২৩ তারিখে রাজশাহীতে করা হবে যাচাই-বাছাইয়ের কাজ।

 


আরো পড়ুন

মন্তব্য