আন্তর্জাতিক রোবোটিক্স প্রতিযোগিতার ঘোষণা: “4th International Robo Tech Olympiad-2024”
রোবোটিক্সে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে Robo Tech Valley এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশের অন্যতম বৃহত্তম রোবোটিক্স প্রতিযোগিতা “4th International Robo Tech Olympiad-2024″। উক্ত প্রতিযোগিতায় টেকনিক্যাল পার্টনার হিসেবে প্রতিনিধিত্ত্ব করছে IEEEComputer Society Bangladesh Chapter।
এই প্রতিযোগিতা ১৯ শে অক্টোবর, ২০২৪ তারিখে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতার ক্যাটাগরি এবং পুরস্কার:
লাইন ফলোয়িং কন্টেস্ট :
রোবো সকার :
প্রজেক্ট শোকেস (জুনিয়র ক্যাটাগরি: ক্লাস ৫ থেকে ১২):
প্রজেক্ট শোকেস (সিনিয়র ক্যাটাগরি: বিশ্ববিদ্যালয় ও ঊর্ধ্বতন):
আইডিয়া কম্পিটিশন (জুনিয়র ক্যাটাগরি: ক্লাস ৫ থেকে ১২)
আইডিয়া কম্পিটিশন (সিনিয়র ক্যাটাগরি: বিশ্ববিদ্যালয় ও ঊর্ধ্বতন):
অতিরিক্ত সুবিধা:
প্রায় ৩ লক্ষ টাকার প্রাইজ মানি
বিজয়ীদের জন্য প্রাইজ মানি, প্লেকার্ড, সার্টিফিকেট
সকল অংশগ্রহণকারীর জন্য টি-শার্ট, খাবার এবং সার্টিফিকেট।
অংশগ্রহণ:
এই প্রতিযোগিতায় সারা বাংলাদেশ থেকে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করতে পারবে।
Robo Tech Olympiad প্রতি বছরই আয়োজন করা হয়, এবং প্রতিবারই নতুন উদ্ভাবন ও প্রযুক্তিগত কৃতিত্ব প্রদর্শনের সুযোগ নিয়ে আসে।
এই সুযোগটি হাতছাড়া করবেন না, অংশগ্রহণ করুন এবং আপনার মেধা প্রদর্শন করুন!
রেজিস্ট্রেশন লিংক: [Robotecholympiad.org](http://robotecholympiad.org)