শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৮:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে রক্তদাতাদের বার্ষিক মিলনমেলা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন অঙ্গন পাঠান চাঁপাইনবাবগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল তানোরে মাদক ও বাল্যবিবাহ বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চাঁপাইনবাবগঞ্জে দোয়া ও ইফতার মাহফিল চাঁপাইনবাবগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার বিতরণ গভীর রাতে পুড়ে ছাই আড়াইশ হাঁশ-মুরগিসহ দোকান চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে দোয়া ও ইফতার মাহফিল প্রকাশিত সংবাদের প্রতিবাদ তানোরে কারিগরি দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠিত

৩১ দফা বাস্তবায়নে সারা দেশের মানুষের ভাগ্যেন্নয়ন হবে – বাদশা

প্রথম পাতা
প্রকাশিতঃ শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৮:৫৮ অপরাহ্ন

সবুজ ইসলাম,

রাজশাহী জেলা তাঁতীদলের সভাপতি ও পবা উপজেলা বিএনপি’র যুগ্ন আহব্বায়ক কুতুব উদ্দিন বাদশা বলেছেন, আগামী দিনের ৩১ দফা ঘোষণা করেছেন আমাদের নেতা তারেক রহমান। এই ৩১ দফা বাস্তবায়ন হলে শুধু রাজশাহী নয় সারা দেশের মানুষের ভাগ্যোন্নয়ন হবে। বাংলাদেশ আমেরিকার মতো মডেল রাষ্ট্রে পরিণত হবে।

শুক্রবার  (১৩ ডিসেম্বর) বিকেলে রাজশাহীর পবা উপজেলার হুজুরিপাড়া ইউনিয়নের দারুশা স্কুল মাঠে ইউনিয়ন তাঁতীদলের এক কর্মী সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কুতুব উদ্দিন বাদশা বলেন, ‘আমরা সেই ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করতে চাই। বেগম খালেদা জিয়ার রক্ত-ঘামের বিনিময়ে বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ নারী শিক্ষার উন্নয়ন হয়েছে এবং আগামীতেও হবে।’
তিনি আরো বলেন, ‘এই জনপদে অনেকেই এমপি হয়েছেন, কিন্তু কেমন উন্নয়ন হয়েছে তা আপনারাই পরিমাপ করবেন। আল্লাহ যদি এই জনপদে সাবেক ভূমি প্রতিমন্ত্রী এ্যাডভোকেট কবির হোসেনের সুযোগ্য পূত্র জনাব নাসির হোসেন অস্থির মামাকে এমপি হওয়ার সুযোগ দেন, তাহলে একজন এমপি কত ধরনের উন্নয়নমূলক কাজ করতে পারেন তা আপনারা দেখতে পাবেন।
রাজপথে লড়াই সংগ্রামে সবসময় বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল প্রথমসারিতে থাকে উল্লেখ করে রাজশাহী জেলা তাঁতী দলের সভাপতি ও পবা উপজেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক কুতুব উদ্দিন বাদশা বলেছেন, “বিগত ১৫ বছরে আওয়ামী ফ্যাসিবাদী শাসনে আমাদের নেতাকর্মীরা শান্তিতে বাড়িতে থাকতে পারেনি।  আওয়ামী লীগ এই দেশের জনগণের উপরে নিকৃষ্ট শাসন চালিয়েছে, আর তাদেরকে উপযুক্ত জবাব দিয়েছে আমাদের ছাত্র জনতা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।”
সমাবেশে পবা উপজেলা তাঁতীদলের যুগ্ন আহ্বায়ক সাদমান শাকিবের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক এম মুঈন খান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা তাঁতীদলের সহ সভাপতি সাকিল খান, মোঃ রনি, যুগ্ন আহ্বায়ক মোঃ লিটন, হাফিজুর রহমান মিঠু, মোঃ নাঈম। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন তাঁতীদল নেতা মোঃ হেলাল ও রাকিব।
সমাবেশ শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ নাসির হোসেন অস্থিরের রোগমুক্তি কামনায় দোয়া চেয়ে বিশেষ মোনাজাত ও ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।


আরো পড়ুন

মন্তব্য