মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৩:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
তানোরে দৌড়ে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের চাপায় শিশুর মৃত্যু নওগাঁয় আড়াই হাজার কোটি টাকার আম বাণিজ্যের সম্ভাবনা চারঘাটে উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক পেয়ে মাঠে ঝাঁপিয়ে পড়েছেন প্রার্থীরা রাইসির মৃত্যু: ছবিতে শোকস্তব্ধ ইরান ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের গলায় জুতার মালা রমেক হাসপাতালে এক দালালের ৩ মাসের কারাদণ্ড উপজেলা নির্বাচন: নিয়ামতপুরে ভোটের সামগ্রী বিতরণ রাজশাহীতে মোটরসাইকেল আটকানোয় দুই পুলিশ সদস্যকে পেটালেন যুবক স্বাচিপ রাজশাহী জেলা শাখার সভাপতি ডা. জাহিদ, সম্পাদক ডা. অর্ণা জামান শিক্ষার্থীদের সঙ্গে দূর্ব্যবহার করার অভিযোগ উপ-পরীক্ষা নিয়ন্ত্রকের বিরুদ্ধে

কেশরহাট পৌর মেয়রের উদ্যোগে হজ্জ্বগামীদের বিদায় 

আতাউর রহমান পলাশ
প্রকাশিতঃ মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৩:১০ পূর্বাহ্ন
হজ্জ্বগামীদের বিদায় 

আতাউর রহমান পলাশ,মোহনপুর : 

মোহনপুর উপজেলার কেশরহাট পৌর এলাকার ২১জন হজ্জগামীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। প্রতি বছরের ধারাবাহিকতায় সোমবার দুপুরে (২৮ এপ্রিল) কেশরহাট  পৌর কার্যালয় মিলনায়তনে মেয়র এর আয়োজন করেন।
অনুষ্ঠানে পৌর মেয়র শহিদুজ্জামান শহিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুস সালাম।

পৌরসভার সহকারী কর আদায়কারী দেলোয়ার হোসেনের অনুষ্ঠান পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কেশরহাট পৌর আওয়ামীলীগের সভাপতি শাহেদুজ্জামান মুক্তা, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, কেশরহাট পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম, কাউন্সিলর হাফিজুর রহমান বকুল, কাউন্সিলর আবদুস সাত্তার মণ্ডল, সকল নারী কাউন্সিলর, পৌরসভার লাইসেন্স পরিদর্শক রোকমতজামান টিটু, অধ্যক্ষ এবিএম মনসুর আলী,কেশরহাট সরকারী উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল মনসুর রহমান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ, হাজিগণের মোয়াল্লেম আবদুস সামাদসহ বাজারের বিশিষ্ট ব্যবসায়ীগণ। সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি ২০২৪ সালে কেশরহাট পৌরসভায় বসবাসরত ১ জন শিশুসহ ৯ জন নারী এবং ১১জন পুরুষ হজ্জ্ব পালন করবেন। অনুষ্ঠানে হজ্জ্বগামীদের মাঝে খাবার এবং   উপহার সামগ্রী বিতরণ করা হয়। শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করে মাওলানা হাসান আলী।


আরো পড়ুন