শুক্রবার, ০৯ মে ২০২৫, ১১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে রক্তদাতাদের বার্ষিক মিলনমেলা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন অঙ্গন পাঠান চাঁপাইনবাবগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল তানোরে মাদক ও বাল্যবিবাহ বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চাঁপাইনবাবগঞ্জে দোয়া ও ইফতার মাহফিল চাঁপাইনবাবগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার বিতরণ গভীর রাতে পুড়ে ছাই আড়াইশ হাঁশ-মুরগিসহ দোকান চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে দোয়া ও ইফতার মাহফিল প্রকাশিত সংবাদের প্রতিবাদ তানোরে কারিগরি দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহী মেডিকেলে পরীক্ষা দিতে যাওয়া ছাত্রলীগ নেতাকে পিটুনি, পরে কারাগারে

প্রথম পাতা
প্রকাশিতঃ শুক্রবার, ০৯ মে ২০২৫, ১১:৩২ পূর্বাহ্ন

রাজশাহী মেডিকেল কলেজে পরীক্ষ দিতে গিয়ে পিটুনির শিকার ছাত্রলীগ নেতাকে পুলিশে দেওয়ার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজের প্রধান ফটক থেকে তাকে ধরে বন্ধগেইট এলাকায় নিয়ে মারধর করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

ছাত্রলীগ নেতা শিহাব আল রশিদ ওরফে গালিব (২৭) পাবনা সদরের চাকপাইলানপুর গ্রামের হারুন আর রশিদের ছেলে। তিনি রংপুর মেডিকেল কলেজের ছাত্র।

তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানায়, আগে রাজশাহী মেডিকেল কলেজের ছাত্র ছিলেন শিহাব। তখন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

যদিও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১৭ সালে রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট থেকে স্থায়ীভাবে বহিষ্কার হন শিহাব।

পরে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

সেখান থেকে মঙ্গলবার বৃত্তিমূলক পরীক্ষা দিতে রাজশাহী মেডিকেল কলেজ কেন্দ্রে আসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রাজশাহী মেডিকেল কলেজের প্রধান ফটকে আসেন শিহাব। তখন তাকে দেখে চিনে ফেলেন কলেজের অন্য শিক্ষার্থীরা।

পরে তারা শিহাব ধরে মোটরসাইকেলে তুলে বন্ধগেইট এলাকায় নিয়ে মারধর করে পুলিশে দেন।

নগরের রাজপাড়া থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, “আওয়ামী সরকারের পতনের আগে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় শিহাব আল রশিদের বিরুদ্ধে থানায় একটি মামলা আছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।”

সূত্র: ইন্টারনেট 


আরো পড়ুন

মন্তব্য