বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ

রাজশাহী বিভাগের যত আলোচিত ঘটনা

প্রথম পাতা
প্রকাশিতঃ বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ন
prothompata

২০২৪ সালে নানা ঘটনায় আলোচনায় ছিল রাজশাহী অঞ্চল। শিক্ষার্থীদের বই উৎসবের মধ্য দিয়ে শুরু হয় নতুন বছর। এরপর বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে চলে হামলা, মামলা, ভাঙচুরের ঘটনা। আলোচনায় ছিল চিত্রনায়িকা মাহিয়া মাহির ট্রাক চৌধুরী সাহেবের কাছে হেরে যাওয়ার ঘটনা। জুলাইয়ের কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানি, হামলা, মামলার ইতি ঘটে আগস্টের প্রথম সপ্তাহে। শুধু তাই নয়, ১৫ পুলিশ সদস্যকে হত্যা, প্রশিক্ষণরত শিক্ষানবিশ পুলিশ সদস্যদের শোকজ, বরখাস্ত ও অব্যাহতির মতো ঘটনা ছিল আলোচনায়।

বছরের শেষ ভাগে ব্যাপক আলোচনায় ছিল রাজশাহীর সারদার বাংলাদেশ পুলিশ একাডেমি। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ৪০তম বিসিএসের ২৫ জনকে শোকজ করা হয়। এছাড়াও একাডেমিতে প্রশিক্ষণরত ৫৯ জন ক্যাডেট উপ-পরিদর্শককে (এসআই) শোকজ করা হয়। তার কিছু দিন আগে শৃঙ্খলা ভঙ্গের দায়ে চাকরি থেকে পুলিশের ২৫২ জন প্রশিক্ষণার্থী উপ-পরিদর্শককে (এসআই) অব্যাহতি দেওয়া হয়।

গেল ৭ ফেব্রুয়ারি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা ৪৯ নম্বর ওয়ার্ডে নিজেদের কক্ষের ভেতরে এক রোগীর স্বজনকে মারপিট করেন। এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এছাড়া গত ২৩ মে নিজের জমাকৃত টাকার না পেয়ে তানোর পোস্ট অফিসে পারুল বেগম নামে এক নারীর আত্মহত্যার চেষ্টার ঘটনা ছিল আলোচনায়।

কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানি, হামলা, মামলার মধ্য দিয়ে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। সরকার পতনের পর গা ঢাকা দেওয়া রাজশাহীর এমপি, প্রতিমন্ত্রী, ও মেয়রের নামে মামলা হয়। একে একে গ্রেপ্তার হয়েছেন অনেকেই। গ্রেপ্তার আওয়ামী লীগের নেতাকর্মীদের লক্ষ্য করে আদালত চত্বরে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। ৫ আগস্টে থানায় হামলা ও অস্ত্র লুটের ঘটনা ঘটলেও পরবর্তিতে অনেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অস্ত্র জমা দেয়।

৭ সেপ্টেম্বর নগরীর বিনোদপুরে জনতার হামলায় সাবেক ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল মাসুদের মৃত্যু হয়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের সাবেক সহ-সাধারণ সম্পাদক ছিলেন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালের মর্গের সামনে পাঁচ দিনের কন্যা সন্তানকে কোলে মাসুদের স্ত্রী মোসা. বিউটি আরার ছবি আলোচনায় ছিল দেশজুড়ে।

এছাড়া ২৭ অক্টোবর রাজশাহী সরকারি মহিলা কলেজে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেত্রী জান্নাতুল ফেরদৌস তামান্না পিয়াকে মারধর করে পুলিশে দেয় শিক্ষার্থীরা। পিয়াকে পুলিশের ভ্যানে তোলার সময় তিনি দলীয় স্লোগান দিতে থাকেন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এছাড়া বছরজুড়ে পদ্মায় কয়েকটি নৌকা ডুবিতে নিহতদের স্বজনদের আহাজারিতে ভারি ছিল পদ্মার পাড়।

রাজশাহী বিভাগের সব জেলায় জুলাই-আগস্ট আন্দোলনে হতাহতের ঘটনা ঘটেছে। উল্লেখযোগ্য হতাহতের ঘটনা ঘটেছে সিরাজগঞ্জ জেলায়। ৫ আগস্টের আগে-পরে আওয়ামী লীগের নেতাদের পলায়নের ঘটনাগুলোও ছিল উল্লেখযোগ্য। কেউ কেউ দেশেই আত্মগোপনে আছেন। কেউ বা দেশ ছেড়েছেন। চিকিৎসকের গুলিতে শিক্ষার্থী আহত, গণশুনানিতে সাবেক সংসদ সদস্য জুনায়েদ আহমেদ পলকের ওসিকে হেনস্তাও ছিল আলোচনায়। এছাড়া বছরের শুরুর দিকে শীতের তীব্রতা বাড়ায় বন্ধ ছিল শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

সিরাজগঞ্জের যত আলোচিত ঘটনা

গত ৪ মার্চ সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে আরাফাত আমিন তমাল নামে তৃতীয় বর্ষের এক শিক্ষার্থীকে গুলি করেন কলেজের শিক্ষক ডা. রায়হান শরীফ। অভিযুক্ত শিক্ষক ডা. রায়হান শরীফের কাছ থেকে দুটি পিস্তলসহ বিপুল পরিমাণ গুলি, বিদেশি ও অত্যাধুনিক বার্মিজ চাকু জব্দ করে পুলিশ।

৪ আগস্টে সিরাজগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে ২৪ জনের মৃত্যু হয়। এর মধ্যে জেলা যুবদলের সহ-সভাপতি সোহানুর রহমান রঞ্জু, ছাত্রদলের সদস্য মো. সুমন ও যুবদলের কর্মী আব্দুল লতিফ, কলেজছাত্র শিহাবসহ ৫ জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও একজন সাংবাদিক নিহত হন।

৪ আগস্ট এনায়েতপুর থানায় হামলা চালিয়ে ১৫ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়। থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মালেক বাদী হয়ে এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আহমদ মোস্তফা খান বাচ্চুসহ অজ্ঞাত ৫ থেকে ৬ হাজার জনকে আসামি করে হত্যা মামলা করেন। এই হামলায় এনায়েতপুর থানায় চার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

এছাড়া বেলকুচিতে জনতা ব্যাংকের তামাই শাখা থেকে ৫ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ, সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে ছাড়া পেয়ে ৬৭ দিন পর বাড়ি ফেরেন নাবিক নাজমুল। মূলত সেই সময়টা পুরো দেশজুড়ে সোমালিয়ার জলদস্যুদের হাতে বাংলাদেশি নাবিকদের বন্দির বিষয়টি আলোচিত ছিল।

যেসব ঘটনায় আলোচনায় নাটোর

বছরজুড়ে উত্তপ্ত ছিল নাটোরের রাজনীতির মাঠ। সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বার বার এসেছেন আলোচনায়। সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে পলকের শ্যালক লুৎফুল হাবিব রুবেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে পলকের রাজনৈতিক প্রভাব ব্যবহার করেন। উপজেলা চেয়ারম্যান প্রার্থী পাশাকে অপহরণের ঘটনাও ঘটে।

এছাড়াও সদরের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের অনুসারীরা একাধিকবার বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও কর্মীদের ওপর হামলা চালিয়েছেন। ৩ জুলাই সকালে শহরের আলাইপুরে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চুকে কুপিয়ে জখম করেন শিমুলের সমর্থকরা। এদিন আহত হন বিএনপির নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক রাজশাহী সিটি কর্রপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। হামলাগুলোর মাধ্যমে রাজনৈতিক সহিংসতা, ভীতি এবং দমনমূলক কর্মকাণ্ডের চিত্র ফুটে ওঠে। শিমুলের অনুসারীদের ন্যাক্কারজনক এসব হামলা স্থানীয় রাজনীতির মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছিল।

অন্যদিকে বিআরটিএ অফিসের অনিয়ম ও দুদকের অভিযান, র‌্যাব ও আরএনবির তুলকালাম কাণ্ড, পুলিশ কর্তৃক শিক্ষক নির্যাতন এবং পরবর্তীতে মামলায় পুলিশের নাম না থাকা, পল্লী বিদ্যুতের এক গ্রাহকের দেড় কোটি টাকা বিদ্যুৎ বিল, নাটোরের বিভিন্ন এলাকায় অভিনব পদ্ধতি একের পর এক বৈদ্যুতিক মিটার চুরির ঘটনা ছিল আলোচনার কেন্দ্রতে।

জয়পুরহাটের আলোচিত যত ঘটনা 

জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে বছরটা শুরু হলেও আলোচনায় ছিল আদালতের বারান্দায় অন্তঃসত্ত্বা নারীর পেটে আইনজীবীর লাথি, বিচারককে ফাঁসি দেওয়ার হুমকির মতো ঘটনা ঘটে। জাতীয় নির্বাচনে ১৫ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকলেও দুটি আসনে নৌকার জয় হয়। এ নিয়ে নির্বাচনী ক্যাম্পে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

গত ৫ ফেব্রুয়ারি জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আব্বাস উদ্দীনের ভাড়া বাসায় দুষ্কৃতকারীরা ঢুকে চুরি ও তাকে ফাঁসি দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ ওঠে। এছাড়াও আইনজীবী ও তার সহকারীর বিরুদ্ধে বেঞ্চ সহকারীর দায়ের করা মামলা প্রত্যাহারের পরে আদালতে ১৬ দিন পর কাজে ফিরেন আইনজীবীরা। এছাড়া কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ নিয়ে বেশ কিছু দিন থমথমে অবস্থা বিরাজ করে জয়পুরহাটে।

শুধু তাই নয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আসে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি। জারি হয় কারফিউ। আন্দোলন ঘিরে একের পর এক মামলা ও গ্রেপ্তারের ঘটনা ঘটে। সর্বশেষ ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের মধ্যে দিয়ে আন্দোলনের সমাপ্তি হয়। প্রশাসনে আসে ব্যাপক রদবদল। জয়পুরহাটের ইতিহাসে প্রথম নারী ডিসি হিসেবে যোগদান করেন আফরোজা আক্তার চৌধুরী।

চাঁপাইনবাবগঞ্জের আলোচিত ঘটনা

জোড়া খুন ও তৈরি করা ককটেল বিস্ফোরণে সুরুজের মৃত্যুর মধ্যে দিয়ে বছর শেষ হয়েছে চাঁপাইনবাবগঞ্জবাসীর।

আওয়ামী লীগ সরকারের পতনের পরে চাঁপাইনববাগঞ্জে পুলিশ সুপারের অফিস, থানা ও আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটিয়েছিল বিক্ষুব্ধ জনতা। চলতি বছরের ৭ আগস্ট চাঁপাইনবাবগঞ্জে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাতটি মামলায় কারাবরণ করে একদিনে কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছিল বিএনপি, জামায়াত ও গণঅধিকার পরিষদের ৭৭ জন নেতাকর্মী।

চলতি বছরের ১৭ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জে মহান বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে ছুরিকাঘাতে নাচোল উপজেলার খোলসি গ্রামের এজাবুলের ছেলে মাসুদ (২০) এবং একই উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে রায়হানের (১৬) মৃত্যু হয়। এ ঘটনায় আজিজুল হক (৫২) ও মো. তাসিম (৩২) নামে দুইজন গ্রেপ্তার করে পুলিশ।

ভারতীয় সীমান্তে বিজিবির সদস্য সিপাহী মোহাম্মদ রইশুদ্দীনের হত্যার ঘটনা ছিল দেশজুড়ে আলোচনায়। চলতি বছরের ২২ জানুয়ারি যশোরের বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন বিজিবি সদস্য মোহাম্মদ রইশুদ্দীন (২৫)।

যেসব ঘটনায় আলোচনায় নওগাঁ

নওগাঁ বছরের শুরুতে আলোচনার জন্ম দেয় এসএসসি ও দাখিল পরীক্ষা। পরীক্ষা চলাকালীন নওগাঁর সাপাহার উপজেলার সরফতুল্লাহ ফাযিল মাদরাসা পরীক্ষাকেন্দ্রে ২০টি কক্ষে অংশ নেওয়া ৭৫৭ জনের মধ্যে ৫৯ জন ভুয়া পরীক্ষার্থীকে আটক করেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ হোসেন।

গেল ১১ মে নওগাঁর ধামইরহাটের জাতীয় উদ্যানের আলতাদিঘী শালবনের সহস্রাধিক গাছ কাটার বিষয়টি আলোচনায় আসে। চরম ক্ষোভ প্রকাশ করেন সারাদেশের পরিবেশবাদীরা। সোমালিয়ান দস্যুদের হাত থেকে মুক্তি পেয়ে গ্রামের বাড়ি নওগাঁয় ফেরেন দুইজন নাবিক।

পাবনার আলোচিত যত ঘটনা

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পাবনার ইতিহাসে রাষ্ট্রপতি পাওয়া প্রথম। এছাড়া বছরজুড়ে আলোচনায় ছিল নানা দুর্নীতি ও শিক্ষার্থীদের কোটা আন্দোলন। গত ৪ আগস্ট দুপুরে পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ চলাকালে আওয়ামী লীগ-ছাত্রলীগের হামলায় তিন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এরপরে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরে রাতারাতি সটকে পড়েন দলীয় নেতাকর্মীরা। ক্ষুব্ধ জনতা তাদের বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালায়। এসব ঘটনায় শেখ হসিনা ছাড়াও স্থানীয় সংসদ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে।

বছরের মাঝামাঝিতে পাবনা পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) ৫ লাখ ৭০ হাজার টাকাসহ দুই উপ-বিভাগীয় প্রকৌশলীকে আটক করে পুলিশ। সাঁথিয়ায় অগ্রণী ব্যাংক কাশিনাথপুর শাখার ভল্ট থেকে ১০ কোটি ১৩ লাখ ৬২ হাজার ৩৭৮ টাকা আত্মসাতের মতো ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, ২৬ জুন ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে কর্মরত এক কাজাকিস্তান নাগরিককে হত্যার দায়ে এক বেলারুশ নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। এছাড়াও পাবনায় আওয়ামী লীগ নেতা সাইদার মালিথা হত্যা মামলায় ৯ জনের ফাঁসির আদেশ দেন আদালত। এছাড়াও ৫ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আলোচিত ঘটনা

নানা কারণে ২০২৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছিল আলোচনায়। এর মধ্যে সবচেয়ে আলোচিত হলো, নির্মাণাধীন ১০ তলাবিশিষ্ট শহীদ এএইচএম কামরুজ্জামান হলের অডিটডিরয়ামের ধসের ঘটনা। এতে আহত হন ৫ নির্মাণশ্রমিক। হলের নির্মাণকাজে অনিয়মের অভিযোগে দুদক অভিযান চালায়।

ঢাকা বিশ্ববিদ্যালয় বনাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতা-২০২৪ এর ফাইনাল খেলায় ক্যাচ ধরাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ম্যাচটি পণ্ড হয়ে যায়। পরে আলোক সল্পতার কারণ দেখিই দুই দলকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

কোটাবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের কর্মসূচিতে বাধা দিতে এসে ধাওয়া খেয়ে ক্যাম্পাস ছাড়েন রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিবসহ অন্য নেতাকর্মীরা। সেদিন প্রথম ছাত্রলীগমুক্ত হয় ক্যাম্পাস। ১৭ জুলাই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনে তালা দেন বিভিন্ন দাবিতে, পরে পুলিশ-র‌্যাব যৌথ অভিযান চালিয়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে উদ্ধার করে উপাচার্যকে।

৫ আগস্ট সরকার পতনের পর রাবি প্রশাসনে থাকা উপাচার্যসহ ৭৫ জন একযোগে পদত্যাগ করেন, আইন বিভাগ ও মার্কেটিং বিভাগের মধ্যে আন্তঃবিভাগ ফুটবল খেলায় স্লেজিংকে কেন্দ্র করে সংঘর্ষে সাংবাদিকসহ আহত হন ১০ জন শিক্ষক-শিক্ষার্থী। এছাড়া ডিসেম্বরে ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের সনদ বাতিলসহ ২৫ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়াও সাতজন সাধারণ শিক্ষার্থীকে শাস্তি দেওয়া হয়।

 

 


আরো পড়ুন

মন্তব্য