মুদ্রণের সময়ঃ মে ১০, ২০২৫, ৯:২০ এ.এম || প্রকাশের সময়ঃ নভেম্বর ২, ২০২৪, ৬:৪৪ এ.এম
রাজশাহী নগরীতে পুকুরে যুবকের মৃতদেহ

রাজশাহী নগরীর সাগরপাড়া এলাকার একটি পুকুর থেকে যুবকের ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়েছে।নিহত যুবক সঞ্জিত দাস গনা (৪২)।তিনি ওই এলাকার মৃত কালীপদ দাসের ছেলে।শনিবার সকালে স্থানীয়রা সঞ্জিতের লাশ সাগরপাড়া এলাকার কাউয়ুম ডাক্তারের পুকুরে লাশটি ভেসে থাকে। পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধারের ব্যবস্থা করে।
নগরীর বোয়ালিয়া থানার ওসি মেহেদী মাসুদ বলেন, কি কারণে মৃত্যু হয়েছে সঞ্জিতের তা নিশ্চিত হওয়া যায়নি।তবে ময়নাতদন্তের পর বিষয়টি পরিস্কার হওয়া যেতে পারে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
সূত্র: ইন্টারনেট
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক প্রথমপাতা