শনিবার, ১০ মে ২০২৫, ০৬:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে রক্তদাতাদের বার্ষিক মিলনমেলা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন অঙ্গন পাঠান চাঁপাইনবাবগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল তানোরে মাদক ও বাল্যবিবাহ বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চাঁপাইনবাবগঞ্জে দোয়া ও ইফতার মাহফিল চাঁপাইনবাবগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার বিতরণ গভীর রাতে পুড়ে ছাই আড়াইশ হাঁশ-মুরগিসহ দোকান চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে দোয়া ও ইফতার মাহফিল প্রকাশিত সংবাদের প্রতিবাদ তানোরে কারিগরি দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহী জেলা ডিবির অভিযানে ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

প্রথম পাতা
প্রকাশিতঃ শনিবার, ১০ মে ২০২৫, ০৬:৪৫ পূর্বাহ্ন

চারঘাটে রাজশাহী জেলা ডিবি পুলিশের অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে কে গ্রেপ্তার করেছে। গত ১২ নভেম্বর বিকেলে তাদের গ্রেপ্তার করে জেলা ডিবি পুলিশ। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রফিকুল আলম।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, রাজশাহীর পুলিশ সুপার আনিসুজ্জামানের দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খায়রুল আলম এর তত্ত্বাবধানে ও ওসি ডিবি মুহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে এসআই মাহাবুব আলমসহ ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ নভেম্বর বিকেলে চারঘাট থানার চক মোক্তারপুর গ্রামে মাদক উদ্ধারে অভিযান পরিচালনা করে। এসময় চারঘাট চক মুক্তারপুর গ্রামের মৃত কোরবান আলীর ছেলে মোঃ সাহেব আলীর বাড়ির সামনে পাঁকা রাস্তার উপরে ৫০ বোতল ফেনসিডিলসহ সাহেব আলী ও তৈয়ব আলীর ছেলে মোঃ মিজানুর রহমান @ আচু (৩২) কে হাতে নাতে গ্রেপ্তার করে।

এ ঘটনায় আসামীদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট মডেল থানার মামলা নং-০৮, তাং-১১/১১/২০২৪ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারনীর ১৪(খ)/৪১ হয়। মামলাটি তদন্তাধীন রয়েছে।

সূত্র: ইন্টারনেট 


আরো পড়ুন

মন্তব্য