মুদ্রণের সময়ঃ ফেব্রুয়ারী ৫, ২০২৫, ১:৪৬ পি.এম || প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১৩, ২০২৪, ৬:৫৯ পি.এম
রাজশাহীর শহীদ পরিবারে চেক হস্তান্তর কবে, জানালেন সারজিস
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে রাজশাহী বিভাগের সব শহীদ পরিবারের কাছে আর্থিক সহযোগিতার চেক আগামীকাল শনিবার হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক সারজিস আলম।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সারজিস আলম নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ তথ্য জানান।
স্ট্যাটাসে তিনি বলেন, ‘শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আগামীকাল রাজশাহী বিভাগের সব শহীদ পরিবারের কাছে আর্থিক সহযোগিতার চেক হস্তান্তর করা হবে। দেখা হবে ইনশাআল্লাহ...।’
চলতি বছরের জুলাইয়ে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলনের ৩৬ দিনের মাথায় আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরের শাসনের অবসান ঘটে।
জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে ১ হাজার ৬০০ জনের বেশি শহীদ এবং ২৪ হাজার আহত ব্যক্তির পরিচয় প্রাথমিকভাবে তালিকাভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। তারা জানায়, তালিকাটি যাচাই-বাছাই করা হচ্ছে।
গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবারকে ৫ লাখ এবং আহতদের এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার সিদ্ধান্ত হয় গত ১৮ সেপ্টেম্বর ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের’ কার্যনির্বাহী কমিটির প্রথম সভায়।
সয়টি/ভি/২৬
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক প্রথমপাতা