রাজশাহী নগরীতে ফয়সাল আহমেদ নামে স্থানীয় এক সাংবাদিককে নিজ বাসা থেকে অপহরণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে আরএমপির বোয়ালিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
ফয়সাল আহমেদ দৈনিক বণিক বার্তা পত্রিকার রাজশাহী প্রতিনিধি। তার বাসা নগরীর শিরোইল এলাকায়।
জিডি সূত্রে জানা গেছে, গত রোববার (৮ ডিসেম্বর) ১টা ৩৭ মিনিটে সাংবাদিক ফয়সালের বাড়ির সামনে এসে শাওন, রাসেল, টিংকুসহ অজ্ঞাত আরও কয়েকজন বিশৃঙ্খল ও ভীতিকর পরিবেশ সৃষ্টি করেন। তারা সাংবাদিক ফয়সালকে বাড়ির নিচে একটি চেক নিয়ে আসতে বলেন। তিনি চেক নিয়ে না এলে তারা তালা ভেঙে বাসায় প্রবেশের চেষ্টা করেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে উপস্থিতি টের পেয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করেন। পরে মুঠোফোনে ওই সাংবাদিককে ‘যেখানে পাবে, সেখানেই হাত-পা ভেঙে প্রাণে মেরে ফেলার’ হুমকি দেন।
এ বিষয়ে সাংবাদিক ফয়সাল আহমেদ বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স বিভাগে কর্মরত ল্যাব অ্যাসিস্ট্যান্ট শরিফুল ইসলাম সন্ত্রাসী পাঠিয়ে অপহরণ ও হত্যার হুমকি দিয়েছেন। তিনি চাকরি দেওয়ার নামে আবুল বাশার নামে আমার এক বন্ধুর কাছে থেকে অর্থ হাতিয়ে নেন। শরিফুল নিজেকে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের খাস লোক ও চাকরি দেওয়ার মতো তার ক্ষমতা আছে বলে আশ্বাস দিয়ে এই প্রতারণা করেন।
সাংবাদিক ফয়সাল আরও বলেন, বাশারের মা গুরুতর অসুস্থ। চিকিৎসার জন্য অর্থের প্রচণ্ড প্রয়োজন। শরিফুলের কাছে এই পরিস্থিতিতে তার পাওনা অর্থ চাইতে গেলে তিনি আপত্তি জানাচ্ছেন। এমনকি স্থানীয় কিছু মাস্তানকে দিয়ে তাকে ফোনে হুমকি দিচ্ছেন। এসব ঘটনা তিনি আমাকে জানান এবং তাকে সহযোগিতার অনুরোধ করেন। বিষয়টি জেনেটিক্স বিভাগের সভাপতিকে অবহিত তিনি শরিফুলকে অর্থ পরিশোধের নির্দেশ দেন। কিন্তু প্রতারক শরিফুল অর্থ পরিশোধ না করে উল্টো বিনোদপুর বাজারের কিছু মাদকাসক্ত সন্ত্রাসী ভাড়া করে আমাকে অপহরণপূর্বক চেক কেড়ে নেওয়ার পরিকল্পনা করেন।
এ বিষয়ে আরএমপির বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী মাসুদ বলেন, বিষয়টি আমি শুনেছি। তাকে প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে থানায় একটি জিডি করতে বলেছি। ঘটনাটি তদন্ত সাপেক্ষে খুব শিগগির আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
ঢামেল/অন/৩৪