শুক্রবার, ০৯ মে ২০২৫, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে রক্তদাতাদের বার্ষিক মিলনমেলা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন অঙ্গন পাঠান চাঁপাইনবাবগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল তানোরে মাদক ও বাল্যবিবাহ বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চাঁপাইনবাবগঞ্জে দোয়া ও ইফতার মাহফিল চাঁপাইনবাবগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার বিতরণ গভীর রাতে পুড়ে ছাই আড়াইশ হাঁশ-মুরগিসহ দোকান চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে দোয়া ও ইফতার মাহফিল প্রকাশিত সংবাদের প্রতিবাদ তানোরে কারিগরি দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

ফিরোজ আলম
প্রকাশিতঃ শুক্রবার, ০৯ মে ২০২৫, ০১:২৩ অপরাহ্ন

ফিরোজ আলম, নিজস্ব প্রতিবেদক:

সারাদিন ব্যাপি নানা আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত রক্তদান কর্মসূচি পালন করে দলটির নেতাকর্মীরা।

রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌর যুবদলের আয়োজনে (২৮-শে অক্টোবর) সোমবার বিকালে কেশরহাট উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেশরহাট পৌর শাখা ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কেশরহাট পৌর যুবদলের আহবায়ক শাহিন আলমের সভাপতিত্বে সিনিয়র যুগ্ম আহবায়ক রেজাউল ইসলাম রেজা’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্ণ বিষয়ক সহ-সম্পাদক- রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক
এ্যাডভোকেট শফিকুল হক মিলন।

সভায় বক্তব্য রাখেন,
মোহনপুর উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক চেয়ারম্যান মাহাবুব আর রশিদ, সদস্য সচিব বাচ্চু রহমান, যুগ্ম আহবায়ক জাকির হোসেন বকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান কাজিম উদ্দিন, আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের মোল্লা মাষ্টার,

কেশরহাট পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলাউদ্দিন আলো, সাধারণ সম্পাদক মশিউর রহমান, পৌর বিএনপির সাবেক আহবায়ক অধ্যাপক খুসবর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক ওসমান আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন।

এই সময় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাইসুল ইসলাম রাসেল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহরাব হোসেন, পৌর শ্রমিক দলের সভাপতি দুলাল হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ওমর ফারুক, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক নাসির উদ্দীন রুবেল, পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাফিউল ইসলাম রাসেলসহ-

এই সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।


আরো পড়ুন

মন্তব্য