শুক্রবার, ০৯ মে ২০২৫, ০১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে রক্তদাতাদের বার্ষিক মিলনমেলা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন অঙ্গন পাঠান চাঁপাইনবাবগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল তানোরে মাদক ও বাল্যবিবাহ বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চাঁপাইনবাবগঞ্জে দোয়া ও ইফতার মাহফিল চাঁপাইনবাবগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার বিতরণ গভীর রাতে পুড়ে ছাই আড়াইশ হাঁশ-মুরগিসহ দোকান চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে দোয়া ও ইফতার মাহফিল প্রকাশিত সংবাদের প্রতিবাদ তানোরে কারিগরি দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে বিপুল পরিমাণ বিস্ফোরক-অস্ত্র উদ্ধার

প্রথম পাতা
প্রকাশিতঃ শুক্রবার, ০৯ মে ২০২৫, ০১:১১ অপরাহ্ন

রাজশাহীতে বিপুল পরিমাণ বিস্ফোরকদ্রব্য, ওয়ান শুটারগান ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব। র‌্যাব-৫ রাজশাহীর বাগমারা এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ অস্ত্র উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- বিস্ফোরকদ্রব্য, ওয়ান শুটারগান ও দেশীয় ধারালো অস্ত্র, ১৯টি চাইনিজ কুড়াল, ১৮টি হাসুয়া, ৫টি কুড়াল, ৮টি বড় ছুরি, ৪টি ওয়ান শুটারগান, ২ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি, এক রাউন্ড শর্টগানের রাবার বুলেট, ৪.১৫ কেজি গান পাউডার।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার সুলতানপুর এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।

তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আজ শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে র‍্যাব-৫ প্রধান কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

র‍্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ এর একটি দল বৃহস্পতিবার দিবাগত রাতে জানতে পারে, কতিপয় চরমপন্থী ও সন্ত্রাসী গ্রুপ দীর্ঘদিন ধরে তাদের ব্যবহৃত অস্ত্র সরঞ্জামাদি লোকচক্ষুর আড়ালে একটি পরিত্যক্ত বাড়িতে ফেলে রেখে গেছে। এরই প্রেক্ষিতে রাত সাড়ে ৩টার দিকে বাগমারা উপজেলার সুলতানপুর গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ বিস্ফোরকদ্রব্য, ওয়ান শুটারগান ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধারকৃত বিস্ফোরকদ্রব্য, ওয়ান শুটারগান ও দেশীয় ধারালো অস্ত্র বর্তমান পরিস্থিতিকে আরো অশান্ত ও বিশৃঙ্খলাপূর্ণ করে তুলতে কতিপয় সন্ত্রাসী দীর্ঘদিন ধরে সংগ্রহ করে আসছিল। তাদের গ্রেপ্তারে র‌্যাবের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র বাগমারা থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

 

কাকঠ/জা/০৪


আরো পড়ুন

মন্তব্য