রবিবার, ১১ মে ২০২৫, ১২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে রক্তদাতাদের বার্ষিক মিলনমেলা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন অঙ্গন পাঠান চাঁপাইনবাবগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল তানোরে মাদক ও বাল্যবিবাহ বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চাঁপাইনবাবগঞ্জে দোয়া ও ইফতার মাহফিল চাঁপাইনবাবগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার বিতরণ গভীর রাতে পুড়ে ছাই আড়াইশ হাঁশ-মুরগিসহ দোকান চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে দোয়া ও ইফতার মাহফিল প্রকাশিত সংবাদের প্রতিবাদ তানোরে কারিগরি দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে পুকুর থেকে পাহাদারের লাশ উদ্ধার

প্রথম পাতা
প্রকাশিতঃ রবিবার, ১১ মে ২০২৫, ১২:৫৮ পূর্বাহ্ন

রাজশাহীর পবা উপজেলায় পুকুরে ভাসমান অবস্থায় মো. ইব্রাহিম (৮০) নামে এক পাহারাদারের লাশ পাওয়া গেছে। তাঁকে কিল-ঘুষি মেরে এবং পানিতে চুবিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শুক্রবার দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। তার বাড়ি পবার পারিলা ইউনিয়নের বামনশিকড় পুরাপুকুর গ্রামে। এ গ্রামেরই একটি পুকুর পাহারা দিতেন বৃদ্ধ ইব্রাহিম। শুক্রবার সকালে ওই পুকুরের পানিতে তাঁর ভাসমান লাশ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশে খবর দেওয়া হয়।

ঘটনাস্থলটি পড়েছে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মতিহার থানায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বলেন, ‘পানি থেকে লাশ তুলে আমরা সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছি। নিহত ইব্রাহিমের শরীরে কিল-ঘুষির আঘাত লক্ষ করা গেছে।

ওসি বলেন, ‘হয়তো চোরেরা পুকুরে মাছ চুরি করতে এসেছিল। পাহারাদার ইব্রাহিম বুঝে ফেলায় তাঁকে কিল-ঘুষি মেরে এবং পানিতে চুবিয়ে হত্যা করে চোরেরা পালিয়ে গেছে। এটা প্রাথমিক ধারণা, তদন্তে নিশ্চিত হওয়া যাবে।
ওসি বলেন, ‘আমরা ময়নাতদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছি। এ ব্যাপারে স্বজনদের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হবে। যত দ্রুত সম্ভব আমরা জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনব।

 

ইলাব/জা/০৬


আরো পড়ুন

মন্তব্য