শনিবার, ১০ মে ২০২৫, ০৯:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে রক্তদাতাদের বার্ষিক মিলনমেলা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন অঙ্গন পাঠান চাঁপাইনবাবগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল তানোরে মাদক ও বাল্যবিবাহ বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চাঁপাইনবাবগঞ্জে দোয়া ও ইফতার মাহফিল চাঁপাইনবাবগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার বিতরণ গভীর রাতে পুড়ে ছাই আড়াইশ হাঁশ-মুরগিসহ দোকান চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে দোয়া ও ইফতার মাহফিল প্রকাশিত সংবাদের প্রতিবাদ তানোরে কারিগরি দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে থার্টিফার্স্ট নাইটে গান-বাজনা করা যাবে না

প্রথম পাতা
প্রকাশিতঃ শনিবার, ১০ মে ২০২৫, ০৯:৪০ পূর্বাহ্ন

আগামী ৩১ ডিসেম্বর থার্টিফার্স্ট নাইটে রাজশাহীতে রাস্তায় সর্বসাধারণের ব্যবহার্য স্থান, উন্মুক্ত স্থান কিংবা বাড়ির ছাদে গান-বাজনা করা যাবে না। কোনোরকম বাদ্যযন্ত্র এবং ডিজে পার্টিও করা যাবে না। আতশবাজি, ফানুস ওড়ানো কিংবা পটকাও ফুটানো যাবে না। এসব ক্রয়-বিক্রয়ও নিষিদ্ধ।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) এক গণবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা, জনস্বার্থ, জনশৃঙ্খলা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায়  রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৬ এর (১) (ছ) ও ২৬ এর (১) (ঢ) ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞা আরোপ করেছেন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। ৩১ ডিসেম্বর সন্ধ্যা থেকে ১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।

আরএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ওই ২৪ ঘণ্টায় শহরের বার ও মদের দোকানগুলোও বন্ধ রাখতে হবে। দেশি ও বিদেশি মদ, স্পিরিট, অ্যালকোহলসহ সব ধরনের মাদকদ্রব্যের ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে।

বেপরোয়া গতিতে গাড়ি বা মোটরবাইক চালানো, রাস্তায় মদ্যপ অবস্থায় চলাফেরা এবং নারীদের প্রতি যে কোনো প্রকার হয়রানি বা ইভটিজিংকারী উচ্ছৃঙ্খল ব্যক্তিদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে আরএমপি।

 

যআন্তর/জা/০২


আরো পড়ুন

মন্তব্য