রাজশাহী মহানগর এলাকায় চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন রাজশাহী মেট্টোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। দায়িত্বরত কোনো পুলিশ কর্মকর্তা এসব অপরাধীদের বিষয়ে পদক্ষেপ গ্রহণে গাফলতি করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার দুপুরে আরএমপির সদর দপ্তরে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় অধীনস্তদের এসব নির্দেশনা দেন রাজশাহীর পুলিশ কমিশনার।
সভায় আরএমপির সব উপকমিশনার (ডিসি), অতিরিক্ত উপকমিশনার (এডিসি), সরকারি কমিশনার, ১২ থানার অফিসার ইনচার্জ (ওসি) ও ফাঁড়ি ইনচার্জরা অংশ নেন। আরএমপির একটি সূত্রে এসব তথ্য জানা গেছে।
সভায় নগরীর বিভিন্ন থানা এলাকায় সংঘটিত অপরাধের চিত্র পর্যালোচনা করা হয়। থানার ওসিরা নিজ নিজ থানা এলাকার অপরাধ তথ্য উপস্থাপন করেন।
এ সময় পুলিশ কমিশনার বিভিন্ন থানার ওসিদের নিজ নিজ এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চলাচলে প্রয়োজনীয় নিরাপত্তা ও তারা যেন কোনোভাবেই ছিনতাই বা সেই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার না হয় সেই ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন।
পাশাপাশি নগরীতে কিশোর গ্যাং তথা কিশোর অপরাধীদের নিয়ন্ত্রণে আরও কঠোর পর্যবেক্ষণ, টহল জোরদার ও পদক্ষেপ গ্রহণের ওপর জোর দিয়েছেন। বিশেষ করে এ সভায় বিভিন্ন থানার ওসিরা নিয়ন্ত্রণহীন কিশোর গ্যাংয়ের অপতৎপরতার বিষয়টি সভায় তুলে ধরেন।
কমিশনার বলেন, কিশোর গ্যাঙের লাগাম টানতে হবে। কোনো প্রশ্রয় দেওয়া চলবে না যদি তারা অপরাধে জড়ায়।
জানা গেছে, রাজশাহী মহানগর এলাকায় সাম্প্রতিক চাঁদাবাজির ঘটনা বেড়েছে। বেড়েছে ছিনতাইয়ের ঘটনাও। এছাড়া কিশোর গ্যাংয়ের অপতৎপরতায় নাগরিকদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। এসব বিষয়ে টহল জোরদার করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি সংশ্লিষ্ট এলাকার ডিসি, এসি ও ওসিদের নির্দেশ দিয়েছেন। এছাড়া অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক প্রতিরোধে অভিযান জোরদারের নির্দেশ দেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্তি উপকমিশনার (এডিসি) সাবিনা ইয়াসমিন বলেন, কমিশনার মহোদয় কিশোর অপরাধী বিশেষ করে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ দিয়েছেন। কোনো থানা এলাকায় ছিনতাইয়ের মতো অপরাধ সংঘটিত হলে ওসিরা যাতে তাৎক্ষণিক পদক্ষেপ নেন, সেই বিষয়েও জোর দিয়েছেন। অবৈধ অস্ত্র উদ্ধার ছাড়াও মাদক প্রতিরোধে পদক্ষেপ গ্রহণের বিষয়টিও কমিশনার মহোদয়ের নির্দেশনার মধ্যে রয়েছে।
সভায় আরএমপির পিওএম বিভাগের উপপুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) বিভূতি ভূষণ বানার্জী, উপপুলিশ কমিশনার (সদর) সাইফউদ্দীন শাহীনসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পুলিশ ইউনিট এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সভায় অংশ নেন।
যআন্তর/জা/০২