শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৮:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে রক্তদাতাদের বার্ষিক মিলনমেলা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন অঙ্গন পাঠান চাঁপাইনবাবগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল তানোরে মাদক ও বাল্যবিবাহ বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চাঁপাইনবাবগঞ্জে দোয়া ও ইফতার মাহফিল চাঁপাইনবাবগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার বিতরণ গভীর রাতে পুড়ে ছাই আড়াইশ হাঁশ-মুরগিসহ দোকান চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে দোয়া ও ইফতার মাহফিল প্রকাশিত সংবাদের প্রতিবাদ তানোরে কারিগরি দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে আন্দোলনে ককটেল বিস্ফোরণের মামলায় ৬ জন কারাগারে

ডেস্ক রিপোর্ট
প্রকাশিতঃ শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৮:২৫ অপরাহ্ন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের হওয়া মামলায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

পুলিশ আরও জানায়, শনিবার (৯ নভেম্বর) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া, শাহমখদুম, পবা ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- নগরীর কাশিয়াডাঙ্গা গ্রামের মৃত আলতাফের ছেলে সোহেল রানা (৩২), শাহমখদুম থানার ভুগরইল গ্রামের বজলুর রহমানের ছেলে তৌহিদুল ইসলাম বুলবুল (৩০), উত্তর নওদাপাড়ার মৃত গোলাম মোর্তুজার ছেলে আল মামুন (৫১), বড় বনগ্রাম শেখপাড়ার আলম সরকারের ছেলে শরিফুল ইসলাম বিপ্লব (৩৪), পবার দাদপুরের মৃত নইমুদ্দিনের ছেলে শরিফুল ইসলাম (৪০), বেলপুকুর থানার ভড়ুয়াপাড়ার মৃত খায়রুদ্দিনের ছেলে গোলাম মোস্তফা (৬০)।

বিজ্ঞপ্তিতে বলা হয়- গ্রেপ্তারকৃতরা রাজশাহী মহানগরীতে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনাসহ বিভিন্ন সময়ের বিস্ফোরক মামলার আসামি। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সূত্র: ইন্টারনেট


আরো পড়ুন

মন্তব্য