শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৮:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে রক্তদাতাদের বার্ষিক মিলনমেলা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন অঙ্গন পাঠান চাঁপাইনবাবগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল তানোরে মাদক ও বাল্যবিবাহ বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চাঁপাইনবাবগঞ্জে দোয়া ও ইফতার মাহফিল চাঁপাইনবাবগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার বিতরণ গভীর রাতে পুড়ে ছাই আড়াইশ হাঁশ-মুরগিসহ দোকান চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে দোয়া ও ইফতার মাহফিল প্রকাশিত সংবাদের প্রতিবাদ তানোরে কারিগরি দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠিত

দৈনিক উপচার পত্রিকার ইফতার মাহফিল অনুষ্ঠিত

মিলন হেমব্রম, গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধি
প্রকাশিতঃ শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৮:১২ অপরাহ্ন

রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক উপচার পত্রিকার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল 

শুক্রবার (২৯মার্চ) নগরীর রানিবাজার অলোকার মোড়ে অবস্থিত পত্রিকা কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পত্রিকার যুগ্ম সম্পাদক নুরে ইসলাম মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড. মোহাম্মদ আবু ইউসুফ সেলিম। এসময় পত্রিকার বিভিন্ন জেলা ও উপজেলা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দৈনিক উপচার পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার আবদুর রহমান মানিক। আলোচনা শেষে দোয়াও পরিচালনা করেন তিনি। অনুষ্ঠানে বক্তারা বলেন, রমজানের শিক্ষা বাস্তব জীবনের সকল ক্ষেত্রে অনুসরণ করতে হবে। পরিপূর্ণভাবে তাকওয়া অর্জন করতে হবে। আর অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন এবং সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থাকতে হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, পত্রিকার প্রধান প্রতিবেদক নাঈম হোসেন। ইফতারের পূর্ব মূহূর্তে পত্রিকার সকল প্রতিনিধি, সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী ও কলাকুশলী এবং দেশ ও জাতির শান্তির জন্য বিশেষ দোয়া করা হয়।অনুষ্ঠান শেষে পত্রিকার সম্পাদক ও প্রকাশক ইফতার মাহফিলে উপস্থিত থাকা সকলকে দীর্ঘায়ু ও শুভ কামনা জানান।


আরো পড়ুন

মন্তব্য