মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৪৭ পূর্বাহ্ন

ঝিলিম ইউনিয়ন বিএনপির দ্বি বাষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত

প্রতিবেদকঃ
প্রকাশিতঃ মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৪৭ পূর্বাহ্ন

সৈয়দ মাহামুদ শাওন (নিজস্ব প্রতিবেদক): চাঁপাইনবাবগঞ্জেয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৫ জানুয়ারি শনিবার বিকাল ৪ টায় ঝিলিম ইউনিয়নের আমনুরা কে এম উচ্চ বিদ্যালয় মাঠে

ঝিলিম ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শাহজাহান সাজুর সঞ্চালনায় ও আহবায়ক নজরুল ইসলাম এর সভাপতিত্বে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া জাকা,সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম চাইনিজ। বিশেষ অতিথি বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ সদর থানা বিএনপির আহবায়ক আমিনুল ইসলাম,সদর থানা বিএনপির সদস্য সচিব জহিরুল হক বিশ্বাস (বুলু),পৌর বিএনপির আহবায়ক সারওয়ার জাহান, জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির যুগ্ন আহবায়ক ইসমাইল বিশ্বাস,পৌর বিএনপির সদস্য সচিব এ এইচ এম জামাল বাচ্চু,শ্রমিক নেতা নুর আলম রিমনসহ অন্যরা।

জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়া বক্তব্যকালে বলেন ২০১৮ সালে যারা এমপি ছিল সব গুলো শেখ হাসিনার দোসর, কর্মীরা যে ব্যক্তিকে পছন্দ করবে তাকেই নেতা বানানো হবে। আমরা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তা দেখে কমিটি দিতে চাই,এতে দল আরও শক্তিশালী হবে।


আরো পড়ুন

মন্তব্য