শনিবার, ১০ মে ২০২৫, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে রক্তদাতাদের বার্ষিক মিলনমেলা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন অঙ্গন পাঠান চাঁপাইনবাবগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল তানোরে মাদক ও বাল্যবিবাহ বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চাঁপাইনবাবগঞ্জে দোয়া ও ইফতার মাহফিল চাঁপাইনবাবগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার বিতরণ গভীর রাতে পুড়ে ছাই আড়াইশ হাঁশ-মুরগিসহ দোকান চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে দোয়া ও ইফতার মাহফিল প্রকাশিত সংবাদের প্রতিবাদ তানোরে কারিগরি দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠিত

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের গলায় জুতার মালা

প্রথম পাতা ডেস্ক
প্রকাশিতঃ শনিবার, ১০ মে ২০২৫, ০৬:২৮ পূর্বাহ্ন

প্রথম পাতা ডেস্ক :চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ডুমুরিয়া রুদুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক প্রণব কুমার ভট্টাচার্য্যকে (৫৪) জুতার মালা পরিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী।সোমবার সকালে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক উপজেলার পরৈকোড়া ইউনিয়নের বাসিন্দা।

আনোয়ারা থানার ওসি সোহেল আহমেদ জানান, সোমবার সকালে স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে ওই শিক্ষককে উত্তেজিত জনতার কাছ থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, অভিযুক্ত শিক্ষক প্রণব কুমার বিভিন্ন সময়ে ভুক্তভোগী ওই শিক্ষার্থীর স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রানি করেছেন। একপর্যায়ে ওই শিক্ষার্থী স্কুলে আসতে অনীহা প্রকাশ করলে তার অভিভাবক ঘটনা জানতে পারেন। গত বুধবার তারা বিষয়টি প্রাথমিক শিক্ষা অফিসারকে লিখিতভাবে জানান। এর মধ্যে স্থানীয় লোকজন জানতে পেরে সোমবার সকালে অভিযুক্ত প্রণব কুমারকে জুতার মালা পরিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন।


আরো পড়ুন

মন্তব্য