মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৪৯ পূর্বাহ্ন

চাঁপাই ফাউন্ডেশন বাংলাদেশের শীতবস্ত্র বিতরণ

সৈয়দ মাহামুদ শাওন
প্রকাশিতঃ মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৪৯ পূর্বাহ্ন
Oplus_0

সৈয়দ মাহামুদ শাওন -চাঁপাইনবাবগঞ্জ: সেচ্ছাসেবী সংগঠন চাঁপাই ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত (কম্বল) বিতরণ বিতরণ করা হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকালে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে চাঁপাই ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি রাতুল হাসান নিশানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের প্রবীণ চিকিৎসক সার্জারি বিশেষজ্ঞ ডাঃ ময়েজউদ্দিন, অর্থপেডিক সার্জন ডাঃ নাসির উদ্দীন,পেশাজিবী চাঁপাইনবাবগঞ্জের সভাপতি মইনুল ইসলাম, হরিমহন সরকারি উচ্চ বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল বাশির, চ্যারিটি ব্লাড ইউনিটের সভাপতি ওয়ালিদ হাসান মাইনুল, মহানন্দা স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিষ্ঠাতা ইসমাইল হোসেন সিরাজী, সহ চাঁপাই ফাউন্ডেশন বাংলাদেশ সকল কার্যনির্বাহী সদস্য ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন,এসময় প্রায় ৪০০ শতাধিক মানুষের মাঝে এসব শীত বস্ত্র বিতরণ করা হয়।

চাঁপাই ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা রাতুল হাসান নিশান বলেন, ২০২১ সাল থেকে শিক্ষা চিকিৎসা অর্থ সামাজিক উন্নয়নে কাজ করে আসছে, ২০২২ সালের শেষের দিকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে চাপাই ফাউন্ডেশন বাংলাদেশের কার্যক্রম প্রায় বন্ধ ছিল ৫ ই আগস্ট রাজনীতির পদ পরিবর্তন এরপর ৭ সেপ্টেম্বর সংগঠনটি আবার কার্যক্রম শুরু করে ভবিষ্যতে যেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখার প্রতি অনুরোধ জানাই।


আরো পড়ুন

মন্তব্য