সৈয়দ মাহামুদ শাওন (নিজস্ব প্রতিবেদক): চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ ওমর ফারুক। এর আগে তিনি প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। রবিবার (১৮ মে) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় কারিগরি ও মাদ্রাসা বিভাগের প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহাম্মদ মিজানুর রহমান তালুকদারের স্বাক্ষরিত এ তথ্য জানানো হয়।
জানা গেছে, মো.ওমর ফারুক ২০২৪ সালের ২৩ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকে যোগদান করেন একই প্রতিষ্ঠানে ১৯ মে ২০২৫ সোমবার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে যোগদান করেন।পূর্বে ১৭ বছর রাজশাহী মহিলা পলিটেকনিকের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করেন,তিনি রাজবাড়ী জেলার পাংশা থানার বাহাদুরপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পর ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওমর ফারুক বলেন, আমি এই প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ ছিলাম। উপাধ্যক্ষ হিসেবে এতদিন ধরে প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করে আসছি। ভবিষ্যতেও প্রতিষ্ঠানের কল্যাণে যা কিছু প্রয়োজন, তা করার চেষ্টা করব।চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার মানোন্নয়নে তিনি সকল শিক্ষক, অভিভাবক ও সুধীজনের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
এদিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পাওয়ার পর চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এর পক্ষ থেকে সকল বিভাগের সকল শিক্ষক কর্মকর্তা,কর্মচারি ও শিক্ষার্থীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান এছাড়াও স্বেচ্ছাসেবী সংস্থা (CNPISS) এর পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের চিফ ইনস্ট্রাক্টর (নন-টেক/রসায়ন) CNPISS উপদেষ্টা দুর্গা চরণ রায়,ইনস্ট্রাক্টর (নন-টেক/হিসাববিজ্ঞান),CNPISS উপদেষ্টা আজিজুর রহমান, স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি জাহিদ হাসান,সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, এছাড়াও সংগঠনের অন্যান্য নির্বাহী সদস্য বৃন্দ।উল্লেখ অধ্যক্ষ প্রকৌশলী আবুল কালাম আজাদ বদলি হয়ে কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে পদায়ন হয়েছে।