সৈয়দ মাহামুদ শাওন- নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের স্বরূপনগরে হাই কেয়ার স্কুলের আয়োজনে শ্রবণ ও বাক প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মোঙ্গলবার ২৮ জানুয়ারি সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জ হাইকেয়ার স্কুলের সভাপতি এ্যাড.আবু বাক্কারের সভাপতিত্বে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও টাউন ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম জাকারিয়া জাকা।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাই কেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ ল'ইয়ার্স কাউন্সিল চাঁপাইনবাবগঞ্জ সভাপতি এ্যাড.মহম্মদ ইসাহাক। উক্ত বিদ্যালয়ের শিক্ষক সহ অন্যানরা উপস্থিত ছিলেন।