শুক্রবার, ১০ মে ২০২৪, ১২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
টিএসসিসি’র বটতলায় হবে আধুনিক মুক্তমঞ্চ: রাবি উপাচার্য দেশের বিশ্ববিদ্যালয়গুলো ছাত্রলীগ দখল করে শিক্ষার্থীদের জিম্মি করেছে: রাজশাহীতে ছাত্রদল সভাপতি তাহেরপুরে গত ১বছরে দেড় ডজন মোটরসাইকেল চুরি ধরাছোঁয়ার বাহিরে চোরেরা চারঘাটে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন ভোট বর্জনের ঘোষণা প্রত্যাহার করলেন দুই চেয়ারম্যান প্রার্থী চাঁপাইনবাবগঞ্জে অবশেষ বৃষ্টি, আমচাষীদের মনে ফিরেছে স্বস্তি উপজেলা পরিষদ নির্বাচনে মাঠ জরিপে এগিয়ে মোটরসাইকেল প্রার্থী ফরিদ আহম্মেদ সরিষাবাড়ী উপজেলা নির্বাচন স্থগিত দৃষ্টিনন্দন বাতিতে আলোকিত হল রাজশাহী শহরের আরেকটি সড়ক রাজশাহীতে ওজনে অকটেন কম দেওয়ায় ফিলিং স্টেশনকে জরিমানা

কেশরহাট উচ্চবিদ্যালয়ের ক্রিকেট টুর্ণামেন্ট ফাইনাল জিতলেন ২০১৮ ব্যাচ

ফিরোজ আলম
প্রকাশিতঃ শুক্রবার, ১০ মে ২০২৪, ১২:৫৯ অপরাহ্ন

ফিরোজ আলম, নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে দুদিন ব্যাপি নক আউট ভিত্তিক ক্রিকেট টুর্ণামেণ্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) বিকেলে অনুষ্ঠেয় খেলায় বিজয়ী হয়ে ফাইনাল ট্রফি অর্জন করেন বিদ্যালয়টির প্রাক্তন ২০১৮ ব্যাচ। নির্ধারিত ৬ ওভার খেলায় টসে জিতে ২০১৮ ব্যাচ প্রথমে ব্যাট করে ৯০ রানের টার্গেট দেয়। দ্বিতীয় ইনিংসে ২০০৮ ব্যাচ সব ওভার শেষে  ৮০ রান সংগ্রহ করে রানারআপ হয়।

খেলার ধারা বিবরণীতে ছিলেন ক্রীড়া ব্যক্তিত্ব শাহ আলম এবং ইসরাফিল হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও প্রধান শিক্ষক শফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে খেলোয়াড়দের হাতে পুরুষ্কার তুলে দেন প্রাক্তন শিক্ষার্থী ও সিনিয়র সহকারি প্রকৌশলী স্থানীয় সরকার মন্ত্রনালয় প্রকৌশল  অধিদফতর (এলজিইডি) শফিকুল ইসলাম।

এছাড়াও কাউছারুজ্জামানের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সহিদুজ্জামান, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক পিএম রিয়াজুল  ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক ইসাহাক আলী, অবসরপ্রাপ্ত করনিক মোজাম্মল হক, বিদ্যালয়ের সহকারি শিক্ষক আসাদ আলী, মাসুম রানা, কোরবান আলী, প্রাক্তন শিক্ষার্থী দেলোয়ার হোসেন প্রমূখ।


আরো পড়ুন