মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে রক্তদাতাদের বার্ষিক মিলনমেলা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন অঙ্গন পাঠান চাঁপাইনবাবগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল তানোরে মাদক ও বাল্যবিবাহ বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চাঁপাইনবাবগঞ্জে দোয়া ও ইফতার মাহফিল চাঁপাইনবাবগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার বিতরণ গভীর রাতে পুড়ে ছাই আড়াইশ হাঁশ-মুরগিসহ দোকান চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে দোয়া ও ইফতার মাহফিল প্রকাশিত সংবাদের প্রতিবাদ তানোরে কারিগরি দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে ট্রাক থেকে ৫ কোটি টাকার হেরোইন উদ্ধার

প্রথম পাতা
প্রকাশিতঃ মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১২:০৯ অপরাহ্ন
হেরোইন উদ্ধার

রাজশাহীতে পাথর বহনের ট্রাকে অভিযান চালিয়ে ৫ কেজি হেরোইনসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। আটক হেরোইনের মূল্য ৫ কোটি টাকা। 

অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, মাদক কারবারীরা মূলত পাথরের আড়ালে ট্রাকে হেরোইন পাচার করতো। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে সেই পাথরবোঝাই ট্রাক থেকে এই হেরোইন জব্দ করেছে। আটক জামাল হোসেন (২০) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট মিলিক বাগানবাড়ির গ্রামের তেনু হোসেনের ছেলে।

মঙ্গলবার (৭ মে) দুপুরে রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান প্রেস ব্রিফিং করে এই তথ্য জানান।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা সোমবার রাত সাড়ে ১০টার দিকে প্রথমে কাশিয়াডাঙ্গা-আমচত্বর সড়কে অবস্থান নেন। এ সময় সন্দেহজনক ওই পাথরবোঝাই ট্রাকটিকে সংকেত দিয়ে থামানো হয়। পরে তল্লাশি চালিয়ে একটি ব্যাগের মধ্যে পুরোনো কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় ৫১ প্যাকেটে মোট ৫ কেজি ১০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। আটক জামাল হোসেন সীমান্ত পথে হেরোইনের চালান এনে অন্যত্র পাচার করছিলেন।

তিনি আরও বলেন, হেরোইন পাচারের দায়ে ১৫ হাজার ১১০ কেজি পাথরসহ ট্রাকটি জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জামাল হোসেনের কাছ থেকে মাদক চক্রের অন্যান্য হোতাদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। জড়িতদের নজরদারিতে রাখা হয়েছে। তাদের আটক করতে অনুসন্ধান ও অভিযানের প্রস্তুতি চলছে।

ইত্তেফাক 


আরো পড়ুন

মন্তব্য