শারীরিক কিছুটা সুস্থবোধ করায় হাসপাতালে যাচ্ছেন না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
আজ রাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার একপর্যায়ে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও দলের চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তিনি বলেন, ‘শারীরিকভাবে অসুস্থবোধ করায় মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে ম্যাডামকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছিল। তবে কিছুটা সুস্থবোধ করায় তাকে রাতে হাসপাতালে নেওয়া হচ্ছে না। বাসাতেই ম্যাডামকে পর্যবেক্ষণে রাখা হবে।’বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন।