শুক্রবার, ০৯ মে ২০২৫, ০১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে রক্তদাতাদের বার্ষিক মিলনমেলা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন অঙ্গন পাঠান চাঁপাইনবাবগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল তানোরে মাদক ও বাল্যবিবাহ বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চাঁপাইনবাবগঞ্জে দোয়া ও ইফতার মাহফিল চাঁপাইনবাবগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার বিতরণ গভীর রাতে পুড়ে ছাই আড়াইশ হাঁশ-মুরগিসহ দোকান চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে দোয়া ও ইফতার মাহফিল প্রকাশিত সংবাদের প্রতিবাদ তানোরে কারিগরি দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠিত

সিরাজগঞ্জে র‌্যাব-১২ অভিযানে শিশু ধর্ষন মামলার আসামী গ্রেফতার

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশিতঃ শুক্রবার, ০৯ মে ২০২৫, ০১:০০ অপরাহ্ন

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :সিরাজগঞ্জে র‌্যাব-১২ অভিযানে তাড়াশে ৫ম শ্রেনীর শিশু ছাত্রীকে ধর্ষন মামলার পলাতক আসামী রাসেল (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। রবিবার ভোরে র‌্যাব-১২ সদস্যরা সিরাজগঞ্জ পৌর শহরের একডালা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রাসেল সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সাকমাল গ্রামের আব্দুল মান্নান ওরফে বাশির ছেলে।

র‌্যাব-১২ স্কোয়াড্রন লীডার কোম্পানী কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গত ১৫ এপ্রিল রাসেল একই গ্রামের আব্দুল মোমিনের মেয়ে স্কুল ছাত্রীকে নিজ বাড়ীতে মুখ চেপে ধর্ষন করে। এতে শিশুটি গুরুত্বর আহত হয়। পরে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ওই শিশুটির বড় ভাই কামরুজ্জামান বাদী হয়ে তাড়াশ থানায় ধর্ষন মামলা দায়ের করে। মামলার পর থেকেই রাসেল পলাতক ছিল। তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাব-১২ সদস্যরা ভোরে তাকে শহরের একডালা থেকে গ্রেফতার করে। আসামী তাড়াশ থানার হস্তান্তরের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও এই কর্মকর্তা সংবাদ বিজ্ঞপ্তি উল্লেখ করেছেন।


আরো পড়ুন

মন্তব্য