শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহী কলেজ ছাত্রী নিবাসের খাবারে পোকা রাজশাহীতে ঋত্বিক কুমার ঘটকের দেয়ালচিত্র মুছে ফেলার হুমকি! জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হত্যার হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত কারাগারে চির বৈরী এনামুল-কালাম এক খাবার ভাগ করে খাচ্ছেন প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ ও জাতীয় ইঁদুর নিধন কার্যক্রম উদ্বোধন হোয়াইট হাউসে ফিরলেন ডোনাল্ড ট্রাম্প রাজশাহী পুলিশের সাবেক কমিশনারসহ ২২১ জনের নামে মামলা রাজশাহীতে ক্লাস ফাঁকি দিয়ে পার্কে গিয়ে ১০ শিক্ষার্থী ধরা

সিপিএসসি, র‌্যাব-৫, রাজশাহী কর্তৃক ভিকটিম উদ্ধার, অপহরণকারী ১ জন গ্রেফতার

প্রতিবেদকঃ
প্রকাশিতঃ শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৯:২৫ অপরাহ্ন

রাজশাহী প্রতিবেদক:র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারী, ধর্ষণকারী, খুনি, প্রতারক ও হ্যাকারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এর‌ই‌ ধারাবাহিকতায় ইং ২২/০৬/২০২৪ তারিখ রাত্রী ০২.৩০ ঘটিকায় অভিযান পরিচালনা করে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন বড়বনগ্রাম পাঁচানীপাড়া নামক এলাকায় অপারেশন পরিচালনা করে অপহরণকারী মূলহোতা এজাহারনামীয় ০১ নং আসামী মোঃ শিহাবুল ইসলাম (২১), পিতা-মোঃ মোজাম্মেল হক, সাং-রিশিকুল, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী ‘কে গ্রেফতার করা এবং ভিকটিম মোছাঃ রাফিয়া তারান্নুম (১৪), পিতা-মোঃ শহিদুল ইসলাম, মাতা-মোসাঃ ফাতেমা বেগম, সাং-রাণীনগর, থানা-বোয়ালিয়া, রাজশাহী মহানগর কে উদ্ধার করে।

ঘটনা সূত্রে জানা যায়, মোছাঃ রাফিয়া তারান্নুম (১৪) রেশমপট্টি মহিলা ফাজিল মাদ্রাসা এর ১০ম শ্রেণীর ছাত্রী। উক্ত মাদ্রাসায় যাতায়াতকালে প্রায় ০৮ মাস পূর্বে ১নং বিবাদী মোঃ শিহাবুল ইসলাম পাপুল (১৯) এই সহিত বন্ধুত্ব হয়। পরবর্তীতে বিভিন্ন সময়ে মেয়েকে অবৈধ প্রেম নিবেদনসহ কু-প্রস্তাব দিয়ে আসিতেছিল। উক্ত প্রস্তাবে রাজি না হলে ১নং বিবাদী ক্ষিপ্ত হয়ে গত ১০/০৬/২০২৪ তারিখ ভিকটিমকে ঘটনাস্থল রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন সাগরপাড়া মোড় হতে মাদ্রাসায় যাওয়ার সময় ১নং বিবাদীসহ অজ্ঞাতনামা ২/৩ জন আসামীর সহযোগিতায় মাইক্রোবাসে তুলে নিয়ে অপহরণ করে।

 

পরবর্তীতে ২২/০৬/২০২৪ তারিখে একটি অপহরণ মামলা দায়ের করেন। তদন্তকারী কর্মকর্তার রিকুইজিশন এর প্রেক্ষিতে সিপিএসসি, র‌্যাব-৫ এর একটি চৌকস আভিযানিক দল অপহরনকারী‘কে গ্রেফতার এবং ভিকটিম মোছাঃ রাফিয়া তারান্নুম‘কে উদ্ধারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মামলা রুজুর একই তারিখ রাতে রাজশাহী মহানগরীর শাহমখদুম অপহরণের মূলহোতা মোঃ শিহাবুল ইসলাম পাপুল‘কে আটক এবং ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।

উক্ত ভিকটিম ও অপহরণকারী মূলহোতা এজাহারনামীয় ০১ আসামীকে বোয়ালিয়া থানায় হস্তান্তর হয়েছে।#


আরো পড়ুন

মন্তব্য