শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৯:০০ অপরাহ্ন

সাব্বিরের সেঞ্চুরিতে রাজশাহীর সংগ্রহ ২২৬

প্রথম পাতা
প্রকাশিতঃ শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৯:০০ অপরাহ্ন

জাতীয় লিগের ৬ষ্ঠ রাউন্ডে জাতীয় লিগের চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করেছে সিলেট বিভাগ। সপ্তম রাউন্ডের ম্যাচটি তাই নিয়ম রক্ষার ম্যাচ হয়ে দাঁড়িয়েছে। শুরুতে সিলেটের বোলার সফর আলী ও তোফায়েল আহমেদের বোলিংয়ে ২২৬ রানে অলআউট হয়েছে রাজশাহী। জবাবে সিলেট ২ উইকেটে ৪৯ রান তুলে দিন শেষ করেছে। রবিবার ১৭৭ রান পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শুরু করবে সিলেট।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে রাজশাহী। ওপেনিং জুটিতে ১০৯ রান তুলে দারুণ শুরু পায় তারা। হাবিবুর রহমান ৫৭ রানে আউট হওয়ার পর বিপর্যয়ে পড়ে যায় দলটি। এক প্রান্ত আগলে রেখে একাই কেবল লড়াই করে গেছেন সাব্বির হোসেন। দলীয় ২০৫ রানে সাব্বির আউট হতেই অনেকটা শেষ হয়ে যায় রাজশাহীর ইনিংস। শেষ পর্যন্ত ২২৬ রান স্কোরবোর্ডে তুলতে পারে রাজশাহী। সাব্বির ১১৬ রানের ইনিংস খেলেন। ১৩৭ বলে ১১ চার ও ৩ ছক্কায় নিজের ইনিংসটি সাজান এই তরুণ ব্যাটার। সিলেটের বোলারদের মধ্যে সফর আলী সর্বোচ্চ ৫টি উইকেট নিয়েছেন। এছাড়া  তোফায়েল আহমেদ নেন চারটি উইকেট।

রাজশাহীকে ২২৬ রানে থামিয়ে দিয়ে সিলেট শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে ১৯ ওভারে ৪৯ রান তুলে হারায় দুটি উইকেট। পিনাক ঘোষ (১৯) ও অমিত হাসান (১১) রানে অপরাজিত আছেন। রবিবার ১৭৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শুরু করবে সিলেট।

রাজশাহীর হয়ে একাই দুটি উইকেট নেন শফিকুল ইসলাম।

জাতীয় লিগের আরেক ম্যাচে শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে চট্টগ্রাম মুখোমুখি হয়েছে ঢাকা মেট্রোর। টস জিতে ব্যাটিংয়ে নেমে মেট্রোর দুই বোলার রাকিবুল হাসান ও আরিফ আহমেদের বোলিংয়ে ১৬০ রানে অলআউট হয়েছে চট্টগ্রাম। সর্বোচ্চ ৩৮ রান আসে আশরাফুল হাসানের ব্যাট থেকে। মেট্রোর হয়ে চারটি করে উইকেট নেন রাকিবুল  আরিফ।

জবাবে ৩ উইকেট হারিয়ে ১৬১ রান তুলে দিন শেষ করেছে মেট্রো। এক রানের লিডে রবিবার দ্বিতীয় দিন শুরু হবে দলটির। আইচ মোল্লা (৩৫) ও রাকিবুল হাসান (১) রানে অপরাজিত আছেন।


আরো পড়ুন

মন্তব্য